Tuesday, November 4, 2025

বড়শূল ২ অঞ্চলের দুই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের 

Date:

সমবায় নির্বাচনে বিরোধীদের অনুপস্থিতি, দুই সমিতিতেই সব আসনে জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। বর্ধমান ২ ব্লকের বড়শূল ২ গ্রাম পঞ্চায়েত এলাকার আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং বামুনপাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট ৬৭টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসকদল।

তৃণমূলের বর্ধমান ২ ব্লক সভাপতি পরমেশ্বর কোনার জানিয়েছেন, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ সময় পর্যন্ত তৃণমূল ছাড়া অন্য কোনও দলের প্রার্থী এগিয়ে না আসায় স্বাভাবিকভাবেই সমস্ত আসনে জয়ের মুকুট তৃণমূলের মাথায় উঠেছে। তাঁর কথায়, “বিরোধীরা বুঝে গিয়েছে, লড়াই করার মতো সংগঠন তাদের নেই। তাই প্রার্থীই দেয়নি।”

ব্লকের অন্য সমবায়গুলির নির্বাচনও ইতিমধ্যেই শেষ হয়েছে। পরমেশ্বরবাবুর দাবি, নবস্থা অঞ্চল বাদে বাকি সমস্ত সমবায়েই তৃণমূল জয়ী হয়েছে। তিনি বলেন, “এখনই স্পষ্ট, বর্ধমান ২ ব্লকে রাম-বাম কিছুই নেই। ভবিষ্যতের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে, তার ইঙ্গিত এখান থেকেই মিলছে।”

তৃণমূলের একচ্ছত্র আধিপত্যে খুশি স্থানীয় নেতৃত্ব। যদিও বিরোধীদের একাংশের মতে, প্রশাসনিক চাপে তারা প্রার্থী দিতে পারেনি। তবে এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। রাজনৈতিক মহলের মতে, গ্রামের স্তরে সংগঠন ধরে রাখায় তৃণমূলের এই সাফল্য অব্যাহত। এখন দেখার, আগামীদিনে বিরোধীরা আদৌ ঘুরে দাঁড়াতে পারে কি না।

আরও পড়ুন – জিআই সেপসিসে আক্রান্ত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! জানুন কী এই রোগ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version