যত দিন যাচ্ছে মধ্যপ্রাচ্যে ক্রমশ যুদ্ধের চেহারা নিচ্ছে ইরান-ইজরায়েল সংঘাতে। হামলা-পাল্টা হামলা চলছে। সোমবার রাতভর হামলায় নিহত ইরানের (Iran) নবনিযুক্ত সেনাপ্রধান (Army Chief) আলি শাদমানি! মাত্র দিন তিনেক আগেই তাঁকে এই পদে নিযুক্ত করেছিলেন খামেনেই।

ইরান সেনাবাহিনীর কমান্ডার হোসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান (Army Chief) মহম্মদ হোসেন বাগেরির মৃত্যুর পর শনিবারই শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছিল।

ইজরায়েল বিবৃতি দিয়ে জানিয়েছে, সোমবার গভীর রাতে তেহরানে (Tehran) সেনার সদর দফতরে ইজরায়েলি বায়ুসেনার (Israel Air Force) হামলায় মৃত্যু হয়েছে শাদমানির। তবে এ বিষয়ে ইরানের (Iran) তরফে কোনও মন্তব্য করা হয়নি।

–

–

–

–

–
–

–

–
–
–
–