Sunday, November 16, 2025

বাবার গর্ব ‘সেভেন সিস্টারস’! দারিদ্রের সঙ্গে একা লড়ে কন্যাদের উর্দিধারী করলেন কমল সিং

Date:

দারিদ্রের সঙ্গে লড়ে সাত মেয়েকেই স্বনির্ভর করলেন বিহারের এক ছোট ব্যবসায়ী। শুধু যোগ্য নয়, কন্যাদের উর্দিধারীকে করেছেন কমল সিং(Kamal Sing)। ৭ মেয়ে ও ১ ছেলেকে একা উপার্জন করেই মানুষ করেন তিনি।

কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের (Mahavir Singh Phogat) মতোই মেয়েদের যোগ্য করতে সারাদিন কেটে যেত তাঁর। ভোর ৪টেয় উঠে শারীরিক প্রশিক্ষণের জন্য তুলতেন মেয়েদের এবং রাত ১১টা পর্যন্ত লেখাপড়া করাতেন। এখন সব মেয়েরাই সমাজ রক্ষায় বিভিন্ন স্তরে কর্মরত।

কমল সিং(Kamal Sing) বহু কষ্টে এক আটার মিল খোলেন। দুধ বিক্রি করার জন্য গরুও কেনেন তিনি। এইটুকু সম্বল দিয়েই সংসার সামলে মেয়েদের তিনি উর্দিধারী বানিয়েছেন। সমাজের গঞ্জনা তাঁকে মেয়েদের স্বপ্ন দেখা থেকে টলাতে পারেনি। এখন তাঁর কন্যারা বিহার পুলিশ, সিআরপিএফ, সশস্ত্র সীমা বল (এসএসবি), সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং আবগারি পুলিশে কর্মরত। ছেলে রাজীব সিং বি টেক শেষ করে দিল্লিতে একটি সংস্থায় কর্মরত।

এক সাক্ষাৎকারে কমল সিং জানান, “মানুষ আমাকে নিয়ে মজা করত, বলত আমার মেয়েরা বিয়ে করে যৌতুক নিয়ে চলে যাবে। কিন্তু মেয়েদের উপর আমার সম্পূর্ণ আস্থা ছিল। আমি জানতাম, ওরা একদিন বড় হবে। নিজেদের নাম উজ্জ্বল করবে।”

বাবার আজীবনের কঠোর শ্রমের মান রেখেছেন মেয়েরা। কুঁড়েঘর ছেড়ে মেয়েরা তৈরি করেছেন চারতলা বাড়ি। কমল এখনও তাঁর আটার মিল চালালেও মেয়েরা বাবার কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব নিয়েছেন সেভেন সিস্টারস। কমল সিং প্রমাণ করেছেন সমাজের মানসিকতা পরিবর্তন করতে হলে নিজেরদেরই সাহস করে এগিয়ে আসতে হবে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version