Wednesday, August 20, 2025

আইএসলএলে(ISL) এখনও পর্যন্ত সাফল্য অধরা ইস্টবেঙ্গলের(Eastbengal)। শেষ মরসুমে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই ধৈর্যের বাঁধ ভেঙেছিল লাল-হলুদ জনতার। এরপরই নড়েচড়ে বসে ম্যানেজমেন্টও। আসন্ন মরসুমের জন্য দল গঠনে জৌর দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবার স্কটিশ স্ট্রাইকার নিতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। কনর শিল্ডকে(Connor Shield) দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। এই স্কটিশ স্ট্রাইকারের সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের(Eastbengal) কথাবার্তাও অনেকটা এগিয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

গতবার আক্রমণ পজিশন থেকে রক্ষণ। সব জায়গাতেই প্রতিপক্ষের বিরুদ্ধে নাস্তানাবুদ হয়েছে ইস্টবেঙ্গল। আসন্ন মরসুমের জন্য সেই দিকেই সবচেয়ে বেশি নজর লাল-হলুদ ম্যানেজমেন্টের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে দল গড়তে যে ইস্টবেঙ্গল এবার কোনওরকম খামতি রাখতে চাইছে  না তা বেশ স্পষ্ট। এবার সেই তালিকাতেই নাম উঠেছে কনর শিল্ড(Connor Shield)। গত মরসিমে চেন্নাইয়িন এফসির হয়ে আইএসএলে খেলেছিলেন তিনি।

তবে স্ট্রাইকার পজিশনে খেললেও গত মরসুমে কিন্তু গোল করতে পারেননি তিনি। তবে চেন্নাইকে গোল পেতে বারবারই সাহায্য করেছেন তিনি। শোনা যাচ্ছে থংবোই সিংটো এবং অস্কার ব্রুজোঁর নাকি এই ফুটবলারকে বেশ পছন্দ হয়েছে। এই মুহূর্তে তাঁর সঙ্গে চলছে দর কষাকষি। গত মরসুমে চেন্নাইয়িন এফসির হয়ে ২১ ম্যাচে ১টি গোল করার পাশাপাশি ৮টি গোল অ্যাসিস্ট করেছিলেন তিনি।

দিয়ামন্তাকসের পাশে এবার এই স্কটিশ ফুটবলারকেই খেলাতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলের তালিকায় অবশ্য তিনি ছাড়া আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার রয়েছেন। এবার কেমন দল হয় সেটাই দেখার।

Related articles

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...
Exit mobile version