Saturday, August 23, 2025

মোহনবাগানের(MBSG) দল গঠনের পথে বাধা ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। অভিষেক সিংয়ের(Tekcham Abhishek Singh) মোহনহাগানে(MBSG) আসার কথাবার্তা বহুদূর এগিয়ে গেলেও, হঠাত্ই নাকি বদলে গিয়েছে চিত্রটা। তিনি নাকি এখন আর আসতে চাননা মোহনবাগানে। এরপরই শোনা যাচ্ছে সেই ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ নাকি অভিষেকের(Tekcham Abhishek Singh) মোহনবাগানে না আসার পিছনে অন্যতম প্রধান কারিগড়। আর এতেই ভারতীয় ফুটবলে শুরু হয়েছে জোর সমালোচনা।

আগামী মরসুমের জন্য দল গোছাতে শুরু করেছে মোহনবাগান(MBSG)। সেখানেই টেকচ্যাম অভিষেক সিংকে(Tekcham Abhishek Singh) দলে নেওয়ার তোড়জোড় শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তাঁর সঙ্গে কথাবার্তাও নাকি বহুদূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। কার্যত অভিষেক সিংয়ের মোহনবাগানে আসাটা একপ্রকার পাকাই হয়ে গিয়েছিল। কিন্তু কয়েকদিন পরই নাকি মোহনবাগানে আসার জন্য অনিচ্ছা প্রকাশ করেছেন এই ফুটবলার।

এরপরই বেড়িয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। শোনা যাচ্ছে তাঁকে নাকি ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজই এই মোহনবাগানে আসার থেকে আটকেছেন। ভারতীয় দলে মানোলো মার্কুয়েজের কোচিংয়েই সুযোগ পেয়েছিলেন টেকচ্যাম অভিষেক সিং। সেখানেই নাকি অভিষেককে মোহনবাগানে না আসার পরামর্শ দিয়েছেন মানোলো। তার পরিবর্তে গোয়াতে যোগ দেওয়ার কথাই নাকি বলেছেন ভারতীয় দলের কোচ।

আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। ভারতীয় ফুটবল জুড়ে আরম্ভ হয়ে গিয়েছে জোর সমালোচনাও। কেন মানোলো এমন করেছে তা নিয়েই শুরু হয়েছে নানান কথাবার্তা। সূত্রের খবর অনুযায়ী গোয়ার কোচ নাকি অভিষেককে বলেছেন তিনি মোহনবাগানে এলে সেভাবে ম্যাচ টাইম পাবেন না। এরপরই নাকি তাঁকে গোয়ায় আসার পরামর্শ দিয়েছেনম মানোলো। যদিও কোন পক্ষের তরফেই এই বিষয়ে কোনওরকম মুখ খোলা হয়নি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version