মোহনবাগানের(MBSG) দল গঠনের পথে বাধা ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। অভিষেক সিংয়ের(Tekcham Abhishek Singh) মোহনহাগানে(MBSG) আসার কথাবার্তা বহুদূর এগিয়ে গেলেও, হঠাত্ই নাকি বদলে গিয়েছে চিত্রটা। তিনি নাকি এখন আর আসতে চাননা মোহনবাগানে। এরপরই শোনা যাচ্ছে সেই ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ নাকি অভিষেকের(Tekcham Abhishek Singh) মোহনবাগানে না আসার পিছনে অন্যতম প্রধান কারিগড়। আর এতেই ভারতীয় ফুটবলে শুরু হয়েছে জোর সমালোচনা।
আগামী মরসুমের জন্য দল গোছাতে শুরু করেছে মোহনবাগান(MBSG)। সেখানেই টেকচ্যাম অভিষেক সিংকে(Tekcham Abhishek Singh) দলে নেওয়ার তোড়জোড় শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তাঁর সঙ্গে কথাবার্তাও নাকি বহুদূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। কার্যত অভিষেক সিংয়ের মোহনবাগানে আসাটা একপ্রকার পাকাই হয়ে গিয়েছিল। কিন্তু কয়েকদিন পরই নাকি মোহনবাগানে আসার জন্য অনিচ্ছা প্রকাশ করেছেন এই ফুটবলার।
এরপরই বেড়িয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। শোনা যাচ্ছে তাঁকে নাকি ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজই এই মোহনবাগানে আসার থেকে আটকেছেন। ভারতীয় দলে মানোলো মার্কুয়েজের কোচিংয়েই সুযোগ পেয়েছিলেন টেকচ্যাম অভিষেক সিং। সেখানেই নাকি অভিষেককে মোহনবাগানে না আসার পরামর্শ দিয়েছেন মানোলো। তার পরিবর্তে গোয়াতে যোগ দেওয়ার কথাই নাকি বলেছেন ভারতীয় দলের কোচ।
আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। ভারতীয় ফুটবল জুড়ে আরম্ভ হয়ে গিয়েছে জোর সমালোচনাও। কেন মানোলো এমন করেছে তা নিয়েই শুরু হয়েছে নানান কথাবার্তা। সূত্রের খবর অনুযায়ী গোয়ার কোচ নাকি অভিষেককে বলেছেন তিনি মোহনবাগানে এলে সেভাবে ম্যাচ টাইম পাবেন না। এরপরই নাকি তাঁকে গোয়ায় আসার পরামর্শ দিয়েছেনম মানোলো। যদিও কোন পক্ষের তরফেই এই বিষয়ে কোনওরকম মুখ খোলা হয়নি।
–
–
–
–
–
–
–
–
–
–
–