দিঘার জগন্নাথদেবের মহাপ্রসাদ পৌঁছল ঘরে ঘরে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশি তুফানগঞ্জ

Date:

Share post:

রথের মাসে রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছচ্ছে দিঘার জগন্নাথদেবের পবিত্র মহাপ্রসাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে এই অভিনব উদ্যোগ। তুফানগঞ্জ পুরসভা এলাকায় মঙ্গলবার মহাশ্রদ্ধার সঙ্গে বিতরণ করা হল মহাপ্রসাদ।

রাজ্য সরকারের প্রথম নির্দেশিকায় বলা হয়েছিল, ১৭ জুনের মধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুরু হবে বিলি। সেই অনুযায়ী তুফানগঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্রসাদ। পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ইশোর নিজে উপস্থিত থেকে এই বিতরণে অংশ নেন।

চেয়ারপার্সনের কথায়, “জগন্নাথ প্রভুর আশীর্বাদ সবার ঘরে পৌঁছে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমরা কৃতজ্ঞ। দিঘার মন্দির ও এই মহাপ্রসাদ আজ বাংলা জুড়ে এক আবেগের নাম।” দ্বিতীয় পর্যায়ের নির্দেশিকায় বলা হয়েছে, বাকি জেলাগুলিতে ২০ জুন থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেশন ডিলারদের মাধ্যমে এই প্রসাদ পৌঁছবে প্রতিটি ঘরে। কোনও প্রকার অর্থ নেওয়া হবে না। রাজ্য সরকারের খরচেই এই পুণ্য কার্য সম্পাদিত হচ্ছে।

এদিকে, জগন্নাথদেবের দর্শনে এখন দিঘায় ভক্তদের ঢল। কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভলভো বাস চালু হয়েছে দিঘা পর্যন্ত। এতে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হচ্ছে।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে উন্মাদনা তৈরি হয়েছে। বহু মানুষ বলছেন, “দিঘায় যেতে পারি না, কিন্তু জগন্নাথদেব নিজেই যেন আমাদের ঘরে এলেন।” রথযাত্রার আবহে এই উদ্যোগ যে রাজ্যবাসীর মনে ধর্মীয় আবেগ ও সামাজিক সংহতির নতুন বার্তা পৌঁছে দিচ্ছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন – পহেলগাম জঙ্গি হামলার ৫৬ দিন পরেও মুখে কুলুপ কেন্দ্রের! কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার...

”শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে”, গানের মধ্যেই ষষ্ঠীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের প্রিয় দুর্গা পুজো। আজ মহাষষ্ঠী।  বোধনের মধ্য দিয়ে পুজোর সূচনা। আকাশে বাতাসে আনন্দের...

মুর্শিদাবাদে কুপিয়ে খুন জমি ব্যবসায়ীকে, এলাকায় তীব্র চাঞ্চল্য

মহা পঞ্চমীর দিনে ব্যবসায়ী খুন মুর্শিদাবাদে। মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর।শনিবার দুপুরে ব্যবসায়ী খুনের ঘটনায়...

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...