Tuesday, November 4, 2025

পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা! জলাভূমি ভরাটে কড়া শাস্তির বার্তা বিধানসভায়

Date:

রাজ্যে জলাভূমির চরিত্র বদল করা আইনত নিষিদ্ধ। জলাভূমি (wetland) ভরাটের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে বলে পরিবেশমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানিয়েছেন। বিধানসভায় আজ বিজেপি বিধায়ক শংকর ঘোষের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, জলাভূমির উপর বালি বা মাটি ফেলে তার প্রকৃতি নষ্ট করার চেষ্টা করা হলে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং কড়া শাস্তির মুখে পড়তে হবে।

রাজ্য সরকার জলাভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না। চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, জলাভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য গঠিত হয়েছে স্টেট ওয়েটল্যান্ড অথরিটি (State Wetland Authority)। প্রতিটি জেলার প্রশাসনিক স্তরে তৈরি করা হয়েছে জেলা মনিটরিং কমিটি। জিআইএস ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।

বর্তমানে রাজ্যে ২৬টি নোটিফায়েড জলাভূমি রয়েছে। আরও ১৯টি জলাভূমির নাম কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের কাছে রামসার সাইট ঘোষণার জন্য পাঠানো হয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জলাভূমিকে ইতিমধ্যেই সংরক্ষণের আওতায় আনা হয়েছে।

সম্প্রতি রাজ্যের নানা প্রান্তে জলাভূমি বুজিয়ে নির্মাণের একাধিক অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ব্যারাকপুরের ৩৫টি রেকর্ডেড জলাশয় ভরাটের অভিযোগ তোলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি জানান, বিষয়টি নিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার মুখ্যমন্ত্রীর দপ্তরে রিপোর্ট পাঠিয়েছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে বিধানসভায় প্রশ্ন তোলেন পবন সিং ও শংকর ঘোষ। তার জবাবেই এই তথ্য দেন পরিবেশ মন্ত্রী।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version