Saturday, August 23, 2025

১০০দিনের কাজে গত চার বছরের বকেয়া মেটাক কেন্দ্র: দাবি বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

কেন্দ্রীয় প্রকল্প অনন্তকাল ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। অবিলম্বে সেটা চালু করতে হবে। বুধবার, শুনানিতে ১ অগাস্ট থেকে ফের এই প্রকল্প শুরুর নির্দেশ কেন্দ্রকে দিয়েছেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই রায়ের কিছুক্ষণের মধ্যেই নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে বকেয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমরা এই পিটিশন রিভিউ করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন। আগে তো টাকা দিন। চার বছর হয়ে গেল। একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা।“

১০০দিনের কাজের টাকা আদায়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূল সাংসদরা। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, যে বঞ্চিতরা দিল্লি যেতে চেয়েছিলেন, তাঁদের আটকাতে কেন্দ্রের মোদি সরকার ট্রেন বাতিল করে দেয়। তিনদিন ধরে কষ্ট করে বাসে করে তাঁরা যান। কেন্দ্রের এক হাফমন্ত্রী সাংসদদের সঙ্গে দেখা করার সময় দিয়েও দেখা করেননি। উল্টো রাতে তৃণমূল সাংসদের চ্যাংদোলা করে বের করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কটাক্ষ করে মমতা বলেন, যেসব কথা ভুলে গিয়েছে বিজেপি!

এর পরেই বাংলার মুখ্যমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি রক্ষার্থে একশো দিনের যাঁরা কাজ করেছেন, তাঁদের টাকা দিয়েছে রাজ্য। এখনও কর্মশ্রী প্রকল্প কর্মদিবস তৈরি করে কাজ দেওয়া হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “১০০ দিনের কাজের টাকা দেওয়া হয় না। কাজ করিয়ে লোককে পয়সা দেননি। সেই টাকা কে দেবে? সেই টাকা আমরা রাজ্য সরকারের থেকে দিয়েছি। ‘কর্মশ্রী’ করছি নিজেদের টাকা থেকে। এখন ‘বাংলা দিবস’ পালন করতে এসেছেন? বাংলাকে যাঁরা অবজ্ঞা, বঞ্চনা করেন।“

শ্রমিকদের বকেয়া টাকা ফেরতের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আদালত অগাস্ট থেকে কাজ শুরু করতে বলেছে। কিন্তু চার বছর ধরে কাজ হল না, কোনও টাকা দেওয়া হল না। আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্না দিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হল। কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করলেন না। অনেক অপমান করা হয়েছে আমাদের। টাকা আমরা সরকার থেকে দিয়েছি। আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে। যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে। আমাদের টাকা কেন অন্য রাজ্যকে দেওয়া হয়েছে? এটা তো অপরাধ।“
আরও খবরবাংলায় ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে কড়া নির্দেশ হাই কোর্টের, তৃণমূলের দাবির মান্যতা: মন্তব্য নেতৃত্বের

এদিনের হাই কোর্টের রায়ের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এই পিটিশন রিভিউ করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন। আগে তো টাকা দিন। চার বছর হয়ে গেল। একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা।“

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version