Wednesday, August 20, 2025

ভারতীয় শিবিরে যোগ দিলেন শুভমন গিলদের(Shubman Gill) হেডস্যার গৌতম গম্ভীর(Gautam Gambhir)। গত মঙ্গলবারই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। আগামী ২০ জুন থেকে শুরু ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ(ENGvIND)। তার আগে দেশে ফিরে এলেও গৌতম গম্ভীরের(Gautam Gambhir) নেতৃত্বেই এবার শেষ প্রস্তুতিতে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার ভারতের সামনে নয়া চ্যালেঞ্জ। নতুন অধিনায়ক গিলের যেমন কঠিন পরীক্ষা। তেমনই কঠিন চ্যালেঞ্জ গৌতম গম্ভীরের সামনেও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

কয়েকদিন আগেই হঠাত্ দেশে ফিরে এসেছিলেন গৌতম গম্ভীর। হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা। সেই খবর পাওয়া মাত্রই দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। এরপর থেকেই শুরু হয়েছিল নানান গুঞ্জন। বিশেষ করে কবে গৌতম গম্ভীর ফিরে যেতে পারবেন ইংল্যান্ডে। কারণ এই সিরিজের আগে গম্ভীরকে যদি ভারতীয় দলের ক্রিকেটাররা না পান তবে গিলরা যে বেশ চাপে পড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

সেই সময় শোনা গিয়েছিল তাঁর মায়ের শারীরির পরিস্থিতির ওপরই নাকি নির্ভর করছে গৌতম গম্ভীরের ইংল্যান্ডে ফিরে যাওয়ার সম্ভাবনা। তাঁর মায়ের পরিস্থিতি উন্নতি হতেই ইংল্যান্ডে ফিরে গিয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের শিবিরে যোগও দিয়েছেন তিনি। বুধবার থেকেই তাঁর কোচিংয়ে শুরু হয়ে যাবে নতুন টিম ইন্ডিয়ার প্রস্তুতি।

এই সিরিজেই অধিনায়ক হিসাবে শুভমন গিলের অভিষেক হবে। তেমনই আবার এই সিরিজেই প্রথমবার রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়া মাঠে নামবে ভারতীয় দল। সেটাও যে একটা বড়সড় চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত গিল ও গম্ভীরের হাত ধরে ভারতীয় দল সাফল্যের রাস্তায় এগোতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version