Monday, November 3, 2025

ইংল্যান্ড ফিরে ভারতীয় শিবিরে যোগ দিলেন গৌতম গম্ভীর

Date:

ভারতীয় শিবিরে যোগ দিলেন শুভমন গিলদের(Shubman Gill) হেডস্যার গৌতম গম্ভীর(Gautam Gambhir)। গত মঙ্গলবারই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। আগামী ২০ জুন থেকে শুরু ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ(ENGvIND)। তার আগে দেশে ফিরে এলেও গৌতম গম্ভীরের(Gautam Gambhir) নেতৃত্বেই এবার শেষ প্রস্তুতিতে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার ভারতের সামনে নয়া চ্যালেঞ্জ। নতুন অধিনায়ক গিলের যেমন কঠিন পরীক্ষা। তেমনই কঠিন চ্যালেঞ্জ গৌতম গম্ভীরের সামনেও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

কয়েকদিন আগেই হঠাত্ দেশে ফিরে এসেছিলেন গৌতম গম্ভীর। হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা। সেই খবর পাওয়া মাত্রই দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। এরপর থেকেই শুরু হয়েছিল নানান গুঞ্জন। বিশেষ করে কবে গৌতম গম্ভীর ফিরে যেতে পারবেন ইংল্যান্ডে। কারণ এই সিরিজের আগে গম্ভীরকে যদি ভারতীয় দলের ক্রিকেটাররা না পান তবে গিলরা যে বেশ চাপে পড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

সেই সময় শোনা গিয়েছিল তাঁর মায়ের শারীরির পরিস্থিতির ওপরই নাকি নির্ভর করছে গৌতম গম্ভীরের ইংল্যান্ডে ফিরে যাওয়ার সম্ভাবনা। তাঁর মায়ের পরিস্থিতি উন্নতি হতেই ইংল্যান্ডে ফিরে গিয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের শিবিরে যোগও দিয়েছেন তিনি। বুধবার থেকেই তাঁর কোচিংয়ে শুরু হয়ে যাবে নতুন টিম ইন্ডিয়ার প্রস্তুতি।

এই সিরিজেই অধিনায়ক হিসাবে শুভমন গিলের অভিষেক হবে। তেমনই আবার এই সিরিজেই প্রথমবার রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়া মাঠে নামবে ভারতীয় দল। সেটাও যে একটা বড়সড় চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত গিল ও গম্ভীরের হাত ধরে ভারতীয় দল সাফল্যের রাস্তায় এগোতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version