আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি! আমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে সরব মমতা

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় গোটা বিশ্ব শিহরিত। সেখানে দুর্ঘটনার এক সপ্তাহ পরেও মৃতের সংখ্যা জানাতে পারেনি কেন্দ্রের সরকার। যেভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে মোদি সরকার, তা নিয়ে ফের একবার তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

স্বৈরাচারী মোদি সরকারের আমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে মিথ্যাচার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের জীবন সংকটে। প্রতিদিন প্লেনে উঠছে, নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি বেচারা জুনিয়র চিকিৎসকরা, যাঁরা ডাক্তার হবেন বলে ছিলেন, যাঁরা হোস্টেলে ছিলেন, তাঁদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। আরও কত মানুষ ওখানে নানা কাজে ছিলেন, কাছাকাছি ছিলেন। তার পুরো সংখ্যাটা আমরা কেউ জানতে পারিনি।

আরও পড়ুন: OBC মামলায় চাকরি সৃষ্টিতে বাধা: বিজেপির দ্বিচারিতার মুখোশ খুললেন মুখ্যমন্ত্রী

সেই সঙ্গে বিমান দুর্ঘটনার কারণ নিয়ে যে তদন্ত শুরু করেছে কেন্দ্রের সরকার, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটা দুর্ঘটনা হতে পারে। কিন্তু যদি পূর্ব পরিকল্পিত কোনও দুর্ঘটনা হয় সেটা নিয়ে ভাবা উচিত। যে দুর্ঘটনা আমেদাবাদ-লন্ডনের বিমানে হয়েছে তার তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি যতদূর জানি রেলে রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো। তারা তদন্ত করত। প্লেনেও সিভিল এভিয়েশনের নিশ্চয়ই রয়েছে।

এই তদন্ত প্রসঙ্গেই সন্দেহ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, আজ পর্যন্ত এই ঘটনায় একটা এফআইআর (FIR) দায়ের হয়নি। তার মানে মানুষের জীবনের কোনও দাম নেই। শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি।

spot_img

Related articles

বিজেপির অর্থ-নীতিতে বড় ধাক্কা! জাপানি সংস্থার হাতে গেল ইয়েস ব্যাঙ্ক

ঘটা করে দেশের শিল্পপতিদের বাঁচাতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককে জুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। সেই পরিকল্পনা যে ব্যর্থ তা...

কেন বারবার কনডেমড ব্র্যান্ড ভারতীয় ক্রিকেট দলের স্পনসর? জয় শাহদের কেন তদন্তের মুখে ফেলা হবে না?

সাহারা থেকে  থেকে ড্রিম ১১। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কোষাগার ভরিয়েছে স্পনসররাই। বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের তকমা পাওয়া...

“ছুঁয়ে দেখলাম মা-কে”— হুগলিতে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ‘অন্য পুজো’

সুমন করাতি, হুগলি মহালয়ার ঠিক আগের দিন, যখন শহর-গ্রামজুড়ে পুজোর প্রস্তুতির শেষ পর্যায় চলছে, তখন হুগলির (Hoogli) চণ্ডীতলায় দেখা...

বেনজির! মা-বাবার বিচ্ছেদের দড়ি টানাটানির মধ্যে শিশু সন্তান

স্বামী-স্ত্রীর বিচ্ছেদ। আর তার মধ্যে পড়ে সন্তানের ভোগান্তি। এই ছবি এদেশ-বিদেশ সর্বত্র একই। তবে সেটা পরোক্ষ। কিন্তু প্রত্যক্ষ...