Thursday, August 21, 2025

প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল, প্রথম দশের মেধাতালিকায় বদল

Date:

প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির (PPR and PPS) ফলাফল। বুধবার সকাল নটার পর পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে (https://result.wbbsedata.com) রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করলেই এই ফলাফল দেখা যাচ্ছে। এদিন পিপিআর (Post Publication Review ) ও পিপিএস ( Post Publication Scrutiny) -এর রেজাল্ট বেরোতেই দেখা গেল প্রথম দশের মেধা তালিকায় রদবদল হয়েছে। আগে ৬৬ জন ছিলেন, এবার নতুন করে ৯ জন যোগ হওয়ায় এখন ৭৫ জন সেরা দশে জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে ৪ জনের র‍্যাঙ্ক পরিবর্তন হয়েছে বলে জানা গেছে। ফলাফল প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পর্ষদের (Madhyasiksha Parshad) তরফে জানানো হয় যে স্কুলগুলি নিজেদের স্কুল লগইন-এর মাধ্যমে পিডিএফ ফর্ম্যাটে একত্রে সব ছাত্রছাত্রীর পিপিআর/পিপিএস ফলাফল ডাউনলোড করা যাবে। এদিন রিভিউ ফল প্রকাশের পর দেখা গেল পূর্ব মেদিনীপুরের এক পরীক্ষার্থী যিনি চতুর্থ স্থানে ছিলেন তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এছাড়া অষ্টম স্থানে থাকা দুই পরীক্ষার্থীও নম্বর বাড়ার ফলে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন। শিক্ষামন্ত্রী জানান, সফর পরীক্ষার্থীদের মধ্যে ১২,৪৬৮ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। অসফলদের মধ্যে ১২৩৮ জনের।পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁদের নম্বর পরিবর্তিত হয়েছে তাঁরা আগামী সাত দিনের মধ্যে পুরনো রেজাল্ট জমা দিয়ে নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে সংগ্রহ করতে পারবে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version