Thursday, December 25, 2025

লন্ডনে বিরাটের বাসভবনে আমন্ত্রিত গিল, ঋষভরা

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরর আগে বিরাট সাক্ষাত শুভমন গিলদের(Shubman Gill)। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। তার আগেই বিরাট কোহলির(Virat Kohli) লন্ডনের(London) বাড়িতে অধিনায়ক শুভমন গিল(Shubman Gill), ঋষভ পন্থ(Rishabh Pant) সহ মহম্মদ সিরাজ ও অন্যান্য কয়েকজন ক্রিকেটার। বিরাটের আমন্ত্রনেই তাঁর বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটাল ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানে যে বিরাটের থেকে নানন টিপসও তারা পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

আইপিএল(IPL) চলার মাঝেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এরপরই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির হাতে এবারই প্রথমবার উঠেছে আইপিএলের ট্রফি। সেই ট্রফি জয়ের একদিন পরই লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিরাট কোহলি। আপাতত লন্ডনেই ছুটি কাটাবেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দলও(Indian Cricket Team) সেখানেই রয়েছে। একই শহরে থাকবেন আর বিরাট কোহলির সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা দেখা করবেন না তাও আবার হয় নাকি। সূত্রের খবর অনুযায়ী গত মঙ্গলবার বিকেলেই নাকি বিরাট কোহলির আমন্ত্রণে তাঁর লন্ডনের বাসভবনে দেখা করেন শুভমন গিল, ঋষভ পন্থরা।

সেখানেই বিরাটের সঙ্গে বেশ খোশ মেজাজেই সময় কাটান ভারতীয় দলের ক্রিকেটাররা(Indian Cricketers)। বিরাট কোহলির থেকে যে নানান টিপসও তারা পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২০ জুন প্রথম টেস্ট। সেই ম্যাচ দেখতে বিরাট কোহলি মাঠে উপস্থিত থাকেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে ভারতীয় দল যে এই ম্যাচ জিততে কোনওরকম খামতি রাখতে নারাজ তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

২৫শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Bajpeyee) জন্মবার্ষিকী আর সেই উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...

১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন খালেদাপুত্র, তারেককে ঘিরে উচ্ছ্বাস-বিএনপি সমর্থকদের

বাংলাদেশের ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান (Tarique Rahman returns in Bangladesh)। বৃহস্পতি সকালেই তিনি সিলেট...

এক দশক পর শীতলতম বড়দিন পেল বাংলা!

যিশু জন্মদিনের সকালে (Christmas morning) কলকাতার তাপমাত্রা (Kolkata temperature) নামলো ১৩.৭ ডিগ্রিতে। শীতের আমেজে জমজমাট বড়দিনের আবহাওয়া। দক্ষিণবঙ্গে...

মধ্যরাতে কর্নাটকের ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষে ঝলসে মৃত্যু অন্তত ১০ জনের

বড়দিনে ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে। বেসরকারি একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের (bus truck accident) ফলে বাসে আগুন ধরে যাওয়ায়...