আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। কিন্তু তার আগে হঠাত্ই ইংল্যান্ডে সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। আর তাতেই জল্পনা তুঙ্গে। তবে টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন ভারতের টি টোয়েন্টি(T20) দলের অধিনায়ক। না তেমন কোনও সম্ভাবনা নেই। তিনি টেস্ট সিরিজে ডাক পাননি। সূত্রের খবর অনুযায়ী সূর্যকুমার(Suryakumar Yadav) নাকি ইংল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছেন। হার্নিয়ার চিকিৎসার জন্যই নাকি ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন ভারতীয় দলের এই বিধ্বংসী তারকা ক্রিকেটার।
এই মুহূর্তে ভারতের সামনে সাদা বলের কোনও সিরিজ নেই। আগামী অগস্টে ওডিআই(ODI) সিরিজে নামবে টিম ইন্ডিয়া। মাঝে বেশ কয়েকটা দিনের বিরতি রয়েছে। সেই সময়টাই কাজে লাগিয়ে নিজের চিকিৎসাটা হয়ত করিয়ে ফেলতে চাইছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। সেখানে হার্নিয়া অস্ত্রোপচারও হতে পারে সূর্যকুমার যাদবের। আর সেই খবর শোনার পর থেকেই শুরু হয়ে গিয়েছে আরেকটা নতুন জল্পনা।
এখন যদি তাঁর অস্ত্রোপচার হয়, তিনি কী খেলতে পারবেন আগামী অগস্ট মাসে। কারণ শোনা যাচ্ছে এই অস্ত্রোপচার করলে মাঠে নামার মতো সুস্থ হতে প্রায় আটমাস মতো সময় লাগতে পারে। যদিও সূর্যকুমার অবশ্যই সবকিছু জেনেই হয়ত গিয়েছেন। এই অসুবিধা নিয়ে হামেশাই সমস্যায় পড়তে হয়েছে সূর্যকুমার যাদবকে।
এবার সেই সমস্যা থেকেই মুক্তি পেতে চাইছেন সূর্যকুমার যাদব। আরও বেশিদিন যাতে খেলা চালিয়ে যেতে পারেন সেই কারণেই যে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন তাও বেশ স্পষ্ট।
–
–
–
–
–
–
–
–
–
–
–