এফএসডিএলের(FSDL) আপত্তি এবং ক্লাব গুলোর অনিচ্ছাতেই ফেডারেশনের(AIFF) সিদ্ধান্ত বদল। আইএসএলের(Indian Super League) আগে হচ্ছে না এবারের সুপার কাপ(Super Cup)। সুপার কাপকেই এবার ফেডকাপ হিসাবে করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। সেইমতো প্রস্তুতিও নিতে শুরু করেছিল তারা। এই সুপার কাপ দিয়েই মরসুম শুরু করার কথা ভাবলেও, শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্ত বদলের পথেই হাঁটতে হচ্ছে ফেডারেশনকে। আইএসএলের(Indian Super League) পরেই হবে সুপার কাপ।

সবকিছু ঠিকঠাক চললে আগামী ১২ কিংবা ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইএসএল। ফেডারেশন ঠিক করেছিল তার আগেই হবে এবারের সুপার কাপ(Super Cup)। কিন্তু এফএসডিএলের তাতে আপত্তি রয়েছে। সেইসঙ্গে ফ্র্যাঞ্চাইজি গুলোও খুব একটা আগ্রহ দেখায়নি বলেই শোনা যাচ্ছে। আইএসএল এই মুহূর্তে দেশের প্রধান লিগ। তার একমাস আগে এই লিগ খেলতে গেলে অনেকেই চোট আঘাতের আশঙ্কা করছে। সেই কথা জানানোও হয়েছে। এরপরই এফএসডিএলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আইএসএলের আগে সুপার কাপ করা যাবে না।

আর তাতেই আবারও একবার পিছু হাটতে হল ফেডারেশনকে। এছাড়ও সেই সময় এএফসির ম্যাচের সূচী রয়েছে। এছাড়া গোয়ার খেলা রয়েছে। সব দিক বিবেচনা করেই এবারও সূচী না বদলের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। অন্যদিকে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে আইএসএল। তবে তারিখ এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। ১২ কিংবা ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইএসএল।

–


–


–
–

–
–
–

–

–

–

–

–