Sunday, August 24, 2025

সাউথ সিটি হাতবদল, ৩,২৫০ কোটিতে মালিকানা ব্ল্যাকস্টোনের

Date:

Share post:

গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। সেই জল্পনাতেই এ বার সিলমোহর পড়ল। অবশেষে হাতবদল হল শহরের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় শপিং মল সাউথ সিটি মল। জানা গিয়েছে, মার্কিন রিয়েল এস্টেট সংস্থা ব্ল্যাকস্টোন এই আইকনিক মলটি অধিগ্রহণ করেছে ৩,২৫০ কোটি টাকা মূল্যে। এই চুক্তিতে মধ্যস্থতার ভূমিকায় ছিল ভারতীয় সংস্থা অ্যানারক, যারা লেনদেন সংক্রান্ত উপদেষ্টা হিসেবে কাজ করেছে।

২০০৮ সালে শহর কলকাতা ও দেশের একাধিক শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয় সাউথ সিটি মল। তখন থেকেই এই মল হয়ে উঠেছে দক্ষিণ কলকাতার ‘ল্যান্ডমার্ক’। ১ মিলিয়ন স্কোয়ার ফিট এলাকাজুড়ে তৈরি এই মলে রয়েছে ১৫০-র বেশি নামী ব্র্যান্ডের স্টোর, একটি বিশাল ফুড কোর্ট, এবং ১২৫০টির বেশি গাড়ি পার্কিংয়ের সুবিধা। বার্ষিক টার্নওভার ১৮০০ কোটি টাকার বেশি—এত বড় ব্যবসায়িক সম্ভাবনাই আকর্ষণ করেছে ব্ল্যাকস্টোন-কে।

ব্ল্যাকস্টোন রিয়েল এস্টেট অ্যাকুইজিশনের ভারতের প্রধান আশিস মোহতা বলেন, “ভারতে আমাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাউথ সিটির মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে অংশ নিতে পেরে আমরা রোমাঞ্চিত।”

সাউথ সিটি প্রোজেক্টের লেনদেন প্রক্রিয়ার নেতৃত্বে থাকা জেবি গ্রুপের পরিচালক প্রকাশ বাছাওয়াত বলেন, “সাউথ সিটি একটি আইকনিক মল। ব্ল্যাকস্টোনের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে আমরা গর্বিত।” মার্লিন গ্রুপের চেয়ারম্যান এবং সাউথ সিটি প্রজেক্টসের অন্যতম পরিচালক সুশীল মোহতা বলেন, “সাউথ সিটি মল শুধু একটি শপিং স্পট নয়, এটি দক্ষিণ কলকাতার আবেগ। ব্ল্যাকস্টোন এই আবেগকে আরও সমৃদ্ধ করবে বলেই আমাদের বিশ্বাস।”

অন্যদিকে, অ্যানারক গ্রুপের আঞ্চলিক পরিচালক (ভূমি) সৌমেন্দু চট্টোপাধ্যায় জানান, “এই চুক্তিতে অংশ নিতে পেরে আমরা গর্বিত। ব্ল্যাকস্টোনের অভিজ্ঞতায় সাউথ সিটি আরও নতুন উচ্চতায় পৌঁছবে।” কলকাতা শহরের বাণিজ্যিক মানচিত্রে এক নতুন অধ্যায় শুরু হল—আর তাতে সিলমোহর দিল বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন।

আরও পড়ুন – আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি! আমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে সরব মমতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...