রাতের অন্ধকারে ATM লুঠ শিলিগুড়িতে,সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের!

Date:

Share post:

ময়নাগুড়ির ঘটনার পর এবার শিলিগুড়িতে (Siliguri) ফের রাতের অন্ধকারে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে চম্পাশরী মোড় সংলগ্ন জ্যোতি নগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI)একটি এটিএম লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে!

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ঘরের ব্যালকনি থেকে গোটা বিষয়টি লক্ষ্য করেন। তিনি জানান, দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে সেটিতে আগুন লাগিয়ে দেয়। তিনি বৃষ্টিকে উপেক্ষা করেই গাড়ির একটি অংশ এবং ঘটনাস্থলের ভিডিও তুলে রাখেন, যা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার বিশাল পুলিশবাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা। দ্রুত আগুন নেভানো হয়।

এত বড়সড় লুঠের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে সকালে ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন ও ঘটনাস্থলে পৌঁছন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

 

 

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...