নামটা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ(ENGvIND) শুরুর একদিন আগেই উন্মোচন হয়ে গেল অ্যান্ডারসন-তেন্ডুলকর(Anderson-Tendulkar Trophy) ট্রফির। এই দুই কিংবদন্তীর হাত দিয়েই উন্মোচিত হল অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। এই নিয়ে নানান সমালোচনাও হয়েছিল। এই ট্রফি উন্মোচনের পরই নাম বদলের প্রসঙ্গে এবার মুখ খুলেছেন সচিন তেন্ডুলকরও(Sachin Tendulkar)। আগামী শুক্রবার থেকে বেন স্টোকসদের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল।

ম্যাচের আগের দিনই নাম বদলে ট্রফি উন্মোচনের কথা ঘোষণা করেছিল বোর্ড। বৃহস্পতিবারই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সেই বহু প্রতিক্ষিত ট্রফি উন্মোচন করল। সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের(James Anderson) হাত দিয়েই উন্মোচিত হল সেই ট্রফি। সেই ট্রফিতে আবার দুই কিংবদন্তীরই সইও রয়েছে। এখন শুধুই হেডিংলীতে শুক্রবার ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় সকলে।

এই ট্রফির নাম পরিবর্তন নিয়েও মাঝে কয়েকদিন সমালোচনা শুরু হয়েছিল। সেই প্রসঙ্গে এতদিন মুখ বন্ধ রাখলেও এবার সেই নিয়েই কথা বললেন মাস্টার ব্লাস্টারও। তিনি জানিয়েছেন, আমি দুই বোর্ড এবং পতৌদি পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আমার থেকে সবটা জেনেছিল। এরপরই আবার দ্বিতীয় একটা ফোন করা হয়েছিল। সেখানেই ঠিক হয়েছিল যে পতৌদির নামও এই সিরিজের সঙ্গে থাকবে এবং জয়ী দলের অধিনায়ককে দেওয়া হবে পতৌদির নামের মেডেলও।

এই নতুন ট্রফি দেখার অপেক্ষাতেই ছিলেন সকলে। শুক্রবার থেকে এক নতুন সিরিজ দেখার অপেক্ষায় সকলে।

–

–

–

–
–

–

–
–
–
–
–