Tuesday, November 11, 2025

OBC বিতর্কের মধ্যেই কলকাতা পুরসভায় নতুন নিয়োগের অনুমতি হাই কোর্টের

Date:

কলকাতা পুরসভায় (KMC) ৭৮টি পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) জানান, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত (OBC) বিতর্কের জেরে পুরনো নিয়োগ স্থগিত রাখা হলেও, নতুন নিয়োগে বাধা নেই। তবে, এক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছেন বিচারপতি।

পুরসভা সূত্রে খবর, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য শূন্যপদের তালিকা আগামী সাতদিনের মধ্যে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠাবে কলকাতা পুরসভা (KMC)। নির্ধারিত সময়ের মধ্যেই সেই তালিকা অনুমোদন করতে হবে। এর পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

ওবিসি সংরক্ষণ নীতি আইনি বিতর্কের মধ্যে হাই কোর্টের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের ২০১০ সালের পর প্রকাশিত ওবিসি তালিকা বৈধ নয়। সেই প্রেক্ষিতেই কলকাতা পুরসভার পুরনো নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে কমিশন। তবে হাই কোর্টে জানিয়েছে, ২০১০ সালের আগের যে জনগোষ্ঠী ওবিসি সংরক্ষণের আওতায় ছিল, তাদের অন্তর্ভুক্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করায় কোনও বাধা নেই।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আইন মোতাবেক ২০১০ সালের আগে তালিকাভুক্ত ওবিসি শ্রেণির জন্য সর্বোচ্চ ৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। বিচারপতি কৌশিক চন্দ জানান, “অযথা কোনও নিয়োগ বা ভর্তি বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, ৬৬টি ওবিসি সম্প্রদায়কে ধরে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করা যাবে।” বিচারপতির পর্যবেক্ষণ, “সংরক্ষণ নীতি যথাযথভাবে মেনে, পুরসভা নিয়োগ চালু করতে পারবে। এক্ষেত্রে অতিরিক্ত দেরি কার যাবে না।” আদালতের এই নির্দেশের পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুতে আর কোনও আইনি জটিলতা রইল না।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version