Friday, November 7, 2025

পাসপোর্টের আবেদনে ট্রান্সজেন্ডার আইডি কার্ডকে বৈধ গণ্য করুন: নির্দেশ কলকাতা হাই কোর্টের

Date:

পাসপোর্টের (passport) জন্য আবেদনে এবার থেকে রূপান্তরকামী (Trans Gender) আইডেন্টিটি কার্ডকে বৈধ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (High Court)। বুধবার বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) পাসপোর্ট (passport) কর্তৃপক্ষকে জানান, “আবেদনকারীর পাসপোর্ট আবেদন বিবেচনার সময় আবেদনকারীর ট্রান্সজেন্ডার পরিচয়পত্র বিবেচনা করা হবে।” আদালত সূত্রের খবর, ২০২৩ সালে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন অনুপ্রভা দাস মজুমদার (Anuprava Das Majumdar)  নামের এক রূপান্তরকামী। এদিন সেই মামলার শুনানির সময় এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন :অসংখ্য মানুষের ভালোবাসায় অস্মিকার বাঁচার লড়াই শুরু

অনুপ্রভার আইনজীবী সুমন গঙ্গোপাধ্যায় (Suman Gangapadhyay) বলেন, “আমার মক্কেলের পাসপোর্ট আবেদনের মেয়াদ গত বছর শেষ হয়ে যাওয়ায় তাঁকে পুনরায় আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ব্রিটেনে এক সম্মেলনে আমন্ত্রিত হওয়ায় তিনি তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করেন। কর্তৃপক্ষের চাওয়া সব নথি তাঁর কাছে থাকলেও, অনুপ্রভার রূপান্তরকামী অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন পাসপোর্ট অফিসার।” তাঁরা জানান, ট্রান্সজেন্ডার পরিচয়পত্রকে পাসপোর্ট ইস্যু করার জন্য বৈধ নথি হিসেবে বিবেচনা করা যাবে না।

মামলার শুনানির সময় পাসপোর্ট অফিসের আইনজীবী বলেন অনুপ্রভা দাস মজুমদার নিয়ম মেনে আবেদন করেননি। বিচারপতি অমৃতা সিনহা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০২৩ সালের আবেদনের ব্যাপারে জানতে চান। কিন্তু কর্তৃপক্ষ সে বিষয়ে অবগত নেই শুনে ক্ষুব্ধ বিচারপতি পাসপোর্ট অফিসের আইনজীবীকে বলেন, “২০২৩ সালে আবেদন করা হয়েছিল, আপনারা সঠিক তথ্য কেন রাখেন না? এগুলি অনলাইনে করা আবেদন।” তারপরেই বিচারপতি নির্দেশ দেন এবার থেকে সব রূপান্তরকামী পরিচয়পত্রই বৈধ বলে গণ্য করতে হবে।

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version