মেহতাব সিং(Mehtab Singh) কী আসছেন মোহনবাগানে(MBSG)। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। মাঝে বেশ কয়েকদিন ধরের নানান কথাবার্তা চলছিল। তবে মেহতাব সিং নাকি মোহনবাগানেই আসতে চাইছেন। বাধা শুধু একটাই। সেই নিয়েই চলছে দর কষাকষি। বিশেষ করে মেহতাবের(Mehtab Singh) জন্য ট্রান্সফার ফিয়ের সমস্যা মিটে গেলেই সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে চলেছে মোহনবাগানকে(MBSG)। কার্যত ইস্টবেঙ্গলে মেহতাব সিংয়ের যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ বলেই শোনা যাচ্ছে।
আগামী আইএসএলের(ISL) জন্য জোরকদমে দল গোছাতে শুরু করেছে কলকাতার দুই প্রধানই। সেখানে মেহতাব সিংকে দলে নিতে ঝাপিয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই। কিন্তু শেষপর্যন্ত দেখা যাচ্ছে মোহনবাগানই সেই প্রতিযোগিতায় বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। মেহতাবের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই কথাবার্তা শুরু করেছে মেহনবাগান সুপারজায়ান্ট।
সূত্রের খবর মেহতাব সিং নাকি মোহনবাগানেই আসতে চাইছেন। তবে তাঁকে নেওয়ার জন্য যে ট্রান্সফার ফি দিতে হবে তা নিয়েই এখন দর কষাকষি চলছে। তাঁকে নিতে যে মোহনবাগানও বেশ আগ্রহী তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত মুম্বই সিটি ছেড়ে মেহতাবের গায়ে সবুজ-মেরুন জার্সি ওঠে কিনা সেটা তো সময়ই বলবে।
অন্যদিকে রবসন রোবিনহোর সঙ্গেও নাকি মোহনবাগানের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই তাঁকে চূড়ান্তও করে ফেলতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগান যে এবারও বেশ শক্তিশালী দল গঠন করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
–
–
–
–
–
–
–
–
–
–
–