কালীগঞ্জে চলছে উপনির্বাচন। ভোট দেন তৃণমূল (TMC) প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed) ও বিজেপি (BJP) প্রার্থী আশিস ঘোষ (Ashis Ghosh)। ভোটদানের পরে প্রথা মাফিক ভোটদানের কালি দেখান আলিফা। কিন্তু বিতর্ক বাধে বিজেপি প্রার্থীকে নিয়ে। কারণ, তিনি মধ্যমা দেখিয়েছেন। এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। বিজেপির আসল চরিত্র বেরিয়ে এসেছে। তীব্র কটাক্ষ তৃণমূলের।
সকাল থেকে মোটের উপর শান্তিতেই ভোট গ্রহণ চলছে কালীগঞ্জে। বেলা গড়াতেই বিপত্তি। অশালীন ইঙ্গিত বিজেপি প্রার্থীর। ভোট দিয়ে বেরনেোর পর আশিস ঘোষ সংবাদমাধ্যমের সামনে বাঁ হাতের মধ্যমা দেখান। তাঁর সেই আঙুলেই ভোটের কালির দাগ। প্রশ্ন, কেন মধ্যমায় ভোটের কালির দাগ? যে কোনও ভোটারের বাঁ হাতের তর্জনীতে ভোটের কালি দেওয়া হয়। এক্ষেত্রে কেন মধ্যমা দেওয়া হল?
বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ওই ছবি পোস্ট করে লেখেন, “কালীগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিয়ে বেরিয়ে সাধারণ জনগণকে মধ্যাঙ্গুলী (Middle Finger) দেখাচ্ছেন!
যদিও তাদের দল বরাবরই নির্বাচনের পরে মানুষকে এই আঙ্গুলটাই দেখিয়ে আসছেন, কিন্তু এই প্রথম নির্বাচন শুরু হতেই ভেতর থেকে আসল প্রবৃত্তি বেরিয়ে এল!”
আরও খবর: আজ বাংলা-সহ চার রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন
যদিও বিজেপি প্রার্থীর দাবি তাঁকে ফাসানো হয়েছে। কিন্তু একজন প্রার্থী (Ashis Ghosh) কি জানেন না, কীভাবে, কোন আঙুলে কালি দেওয়া হয়! এই প্রশ্ন উঠছে।
–
–
–
–
–
–
–
–
–
–