Saturday, November 15, 2025

সপ্তমবারের জন্য পিছিয়ে গেল শুভাংশুদের মহাকাশ অভিযান, Ax-4 মিশন ঘিরে অনিশ্চয়তা!

Date:

একবার দুবার নয়, এই নিয়ে টানা সাতবার মহাকাশ অভিযানের প্রস্তুতি নেওয়ার পরও পিছিয়ে আসতে হলো NASA ও স্পেস এক্সকে। অ্যাক্সিওম -৪ মিশনের (Axiom 4 Mission) সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় আবেগ। কারণ রাকেশ শর্মার প্রায় চার দশক পর মহাকাশে পা পড়তে চলেছে কোনও ভারতীয়র। বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Sukhla) ‘Ax-4’ মিশনের পাইলট হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS) যাবেন জানামাত্রই ইতিহাস তৈরি অপেক্ষা করছে ভারত। কিন্তু বারবার বাধা আসছে। বিগত কয়েক মাসে নানা কারণে ৬ বার এই মহাকাশ অভিযানের দিন বদল হয়েছে। শেষমেষ জানা গেছিল আগামী ২২ জুন, রবিবার ভারতীয় সময় দুপুর ১টা ১২ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হবে মিশন। কিন্তু না সেটাও হচ্ছে না! কেন? নাসার (NASA) তরফে জানান হয়েছে, এই মুহূর্তে অভিযান করা সম্ভব নয়। বিস্তারিত কিছু উল্লেখ করা না হলেও ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী কিছুদিনের মধ্যে নতুন মিশনের জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে।

কোনওবার রকেটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, আবার কখনও আবহাওয়ার সমস্যা – এই নিয়ে টানা সাত বার মিশনের তারিখ পরিবর্তন হল। কিন্তু প্রত্যেকবারই পরবর্তী একটি দিন ঘোষণা করা হয়েছিল। এবারে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফে সেরকম কোনও কিছু জানানো হয়নি। উল্টে নতুন মিশনের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। এখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি শুভাংশু ইতিহাস গড়ার সুযোগ পাবেন না? নাসা জানিয়েছে, উৎক্ষেপণের জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত রয়েছে। তবে তার মধ্যেও যদি এই অভিযান না করা হয় তাহলে তা পিছিয়ে জুলাই মাসের মাঝামাঝি করা হবে।Ax-4 মিশনে ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট শুভাংশু শুক্লার সঙ্গে থাকবেন এই মিশনের কমান্ডার, প্রাক্তন NASA মহাকাশচারী এবং বর্তমানে অ্যাক্সিয়ম স্পেসের হিউম্যান স্পেসফ্লাইট বিভাগের ডিরেক্টর পেগি হুইটসন। এছাড়া ইউরোপীয় স্পেস এজেন্সির পোল্যান্ডের সাওশ উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপুও এই মিশনের সঙ্গে যুক্ত আছেন বলে নাসা সূত্রে জানা গেছে।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version