Tuesday, November 4, 2025

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে তুলোধনা বাইচুং ভূটিয়ার, দিলেন কড়া বার্তা

Date:

যে ঝোলা বইছে দয়া করে তাঁকে ফেডারেশনের সভাপতি করবেন না। কল্যাণ চৌবের(Kalyan Chaubey) বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ভারতের কিংবদন্তী ফুটবলার বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia)। এই মুহূর্তে ফেডারেশন(AIFF) সভপতির বিরুদ্ধে আকাশসম অভিযোগ। ভারতীয় দলের ফুটবলের বেহাল দশা থেকে ম্যানেজমেন্টের ব্যর্থতা। সেইসঙ্গে ফেডারেশনে(AIFF) বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রভাব। সব নিয়েই শুক্রবার সরব হয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ফুটবলার। কল্যাণ চৌবেকে(Kalyan Chaubey) এবার তাঁর পদ থেকে সরানোর বার্তাটাও এদিন দিয়ে রাখলেন বাইচুং।

এদিন কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছিলেন বাইচুং ভূটিয়া(Baichung Bhutia)। সেখানেই স্পষ্ট বার্তা এই কিংবদন্তী ফুটবলারের। বাইচুং জানিয়েছেন, “সরকার একটা ভাবনা ভেবেছিল। তারা ভেবেছিল যে খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিকেই ফেডারেশনের সভাপতি হিসাবে আনা হোক। এই সিদ্ধান্তটা সত্যিই প্রশংশনীয় ছিল। কিন্তু এটা সবসময়ই দেখা উচিৎ যে দায়িত্ব সঠিক লোকের হাতে পড়ছে কিনা। এখন তারা নিজেরাও বোধহয় ভাবছে সিদ্ধান্তটা কতটা ভুল হয়েছিল। তোমার ঝোলা বইছে বলেই যে তাঁকে সভাপতি করে দিতে হবে এটা একেবারেই সঠিক নয়। কিন্তু ফেডারেশনের সভাপতির ক্ষেত্রে সেটাই হয়েছে”।

সামনেই রয়েছে এএফসি এশিয়ান কাপ। কিন্তু সেখানে ভারত খেলতে পারবে কিনা তা নিয়েই এখন জোর চর্চা। হবে নাই বা কেন। ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে ড্র। সেইসঙ্গে হংকংয়ের কাছে হার। আর ভারতের এমন পারফরম্যান্সের পিছনে বাইচুংয়ের কাঠগড়ায় একজন ব্যক্তিই। তিনি ফেডারেশন সভাপতি স্বয়ং কল্যাণ চৌবে। ফেডারেশনকে কার্যত একটা সার্কাসের সঙ্গে তুলনা করেছেন বাইচুং ভূটিয়া। সেইসঙ্গে কর্তাদের তুলনা করেছেন জোকারের সঙ্গে।

বাইচুং জানিয়েছেন, “ফেডারেশন এখন একটা সার্কাসে পরিণত হয়েছে। অবশ্যই যদি জোকারদের সেখানে বসানো হয়, তবে সেটা তো সার্কাসেই পরিণত হবে। কারণ লিগ জয়ী ঘোষণা করার পর সেটা আবার ফেরত নিতে হচ্ছে। শেষ তিন বছরে ফেডারেশনের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, তাতে ফেডারেশন এর নাম খারাপ হয়েছে কল্যাণ এর আমলে”।

শুধু এটাই নয় কল্যাণ চৌবের(Kalyan Chaubey) বিরুদ্ধে এদিন একের পর এক অভিযোগ আনেন বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia)। সেখানে যেমন ফুটবলারদের ভোট দেওয়ার অধিকারের বিরোধিতার অভিযোগ এসেছে ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে। তেমনই কল্যাণ চৌবেকে মিথ্যাবাদী বলতেও দ্বিধা করেননি ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তী বাইচুং ভূটিয়া। একইসঙ্গে কল্যাণের বিরুদ্ধে তদন্তের বার্তা তাঁর।

বাইচুং ভূটিয়া জানিয়েছেন, “২০২৭ এশিয়া কাপ আয়োজন করার সুযোগ ছিল আমাদের সামনে। কিন্তু কল্যাণ সৌদি তে গিয়ে কি মিটিং করে এলো জানি না,  এসেই দেখলাম  নাম তুলে নিলো। সেখানে কি চুক্তি হলো টেবিলের নিচে, এটার তদন্ত করা দরকার। ২০৩১ সালে ৭ টা দল এশিয়া কাপের জন্য ঝাপাবে, আমরা পাবো আশা করব কি করে”।

একইসঙ্গে এদিন কল্যাণ চৌবেকে সরানোর বার্তাও দিলেন বাইচুং ভূটিয়া। তবে তিনি নিজের যে লড়বেন এমনটা কিন্তু নয়।  তবে যদি যোগ্য ব্যক্তি লড়াই করে তাঁর সমর্থণ যে সেই লোকের দিকেই থাকবে তাও স্পষ্ট করে দিলেন বাইচুং ভূটিয়া।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version