Thursday, January 15, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ব্ল্যাকবক্স পাঠানো হচ্ছে আমেরিকায়, তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা

Date:

Share post:

আহমেদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। অগ্নিদগ্ধ ব্ল্যাকবক্স (ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার) পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি)-এর পরীক্ষাগারে। কারণ, দুর্ঘটনার তীব্রতায় এই ব্ল্যাকবক্স এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তা থেকে তথ্য উদ্ধারে ভারতের প্রযুক্তিগত পরিকাঠামো যথেষ্ট নয়।

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এই তদন্ত পরিচালনা করছে। কেন্দ্র জানিয়েছে, বিশ্লেষণের জন্য ব্ল্যাকবক্স ওয়াশিংটনে পাঠানো হবে এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য ভারত সরকারের সঙ্গে ভাগ করা হবে। তবে তথ্য উদ্ধার করতে সময় লাগতে পারে কয়েকদিন থেকে কয়েকমাস, যা নির্ভর করছে ব্ল্যাকবক্সটির ক্ষয়ক্ষতির পরিমাণের ওপর।

প্রসঙ্গত, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইট এআই-১৭১, টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই আমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজ ছাত্রাবাস ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানে থাকা ২৭৪ জনের, যাদের মধ্যে ২৪১ জন যাত্রী ও ক্রু এবং নিচে থাকা আরও দুই ডজনের বেশি মানুষ।

দুর্ঘটনার পরপরই স্থানীয় তাপমাত্রা পৌঁছয় প্রায় ১,০০০ ডিগ্রি সেলসিয়াসে, যা সম্ভবত ব্ল্যাকবক্সের অতিরিক্ত ক্ষতির অন্যতম কারণ। এএআইবি-র তদন্তকারী দল দুর্ঘটনার দু’দিন পরে উদ্ধার করে ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) ও ফ্লাইট ডাটা রেকর্ডার (এফডিআর)—এই দুটি মিলেই তৈরি হয় ‘ব্ল্যাকবক্স’।

ব্ল্যাকবক্সের ডেটা বিশ্লেষণ থেকেই জানা যাবে দুর্ঘটনার সঠিক কারণ, তবে এখনই কয়েকজন বিশেষজ্ঞের মতে, ‘ডুয়াল ইঞ্জিন ফেলিওর’ বা একইসঙ্গে দুটি ইঞ্জিন অচল হয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত শেষ করতে এএআইবির হাতে তিন মাস সময় থাকলেও, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, “তদন্তে সর্বোচ্চ স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখা হবে”। কারণ এমন দুর্ঘটনা শুধুই প্রযুক্তিগত ত্রুটি নয়, জাতীয় নিরাপত্তা ও যাত্রী সুরক্ষার প্রশ্নেও গভীর গুরুত্ববহ। এখন গোটা দেশের নজর ব্ল্যাকবক্স বিশ্লেষণের রিপোর্টের দিকেই। কারণ সেটাই বলে দেবে—এই মর্মান্তিক বিপর্যয়ের পিছনে কার ভুল, কীসের ত্রুটি, এবং ভবিষ্যতের জন্য কী শিক্ষণীয়।

আরও পড়ুন – নববারাকপুরে মানুষের দোরগোড়ায় জগন্নাথধামের প্রসাদ পৌঁছে দিলেন মন্ত্রী চন্দ্রিমা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...