Friday, November 14, 2025

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ব্ল্যাকবক্স পাঠানো হচ্ছে আমেরিকায়, তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা

Date:

Share post:

আহমেদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। অগ্নিদগ্ধ ব্ল্যাকবক্স (ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার) পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি)-এর পরীক্ষাগারে। কারণ, দুর্ঘটনার তীব্রতায় এই ব্ল্যাকবক্স এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তা থেকে তথ্য উদ্ধারে ভারতের প্রযুক্তিগত পরিকাঠামো যথেষ্ট নয়।

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এই তদন্ত পরিচালনা করছে। কেন্দ্র জানিয়েছে, বিশ্লেষণের জন্য ব্ল্যাকবক্স ওয়াশিংটনে পাঠানো হবে এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য ভারত সরকারের সঙ্গে ভাগ করা হবে। তবে তথ্য উদ্ধার করতে সময় লাগতে পারে কয়েকদিন থেকে কয়েকমাস, যা নির্ভর করছে ব্ল্যাকবক্সটির ক্ষয়ক্ষতির পরিমাণের ওপর।

প্রসঙ্গত, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইট এআই-১৭১, টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই আমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজ ছাত্রাবাস ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানে থাকা ২৭৪ জনের, যাদের মধ্যে ২৪১ জন যাত্রী ও ক্রু এবং নিচে থাকা আরও দুই ডজনের বেশি মানুষ।

দুর্ঘটনার পরপরই স্থানীয় তাপমাত্রা পৌঁছয় প্রায় ১,০০০ ডিগ্রি সেলসিয়াসে, যা সম্ভবত ব্ল্যাকবক্সের অতিরিক্ত ক্ষতির অন্যতম কারণ। এএআইবি-র তদন্তকারী দল দুর্ঘটনার দু’দিন পরে উদ্ধার করে ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) ও ফ্লাইট ডাটা রেকর্ডার (এফডিআর)—এই দুটি মিলেই তৈরি হয় ‘ব্ল্যাকবক্স’।

ব্ল্যাকবক্সের ডেটা বিশ্লেষণ থেকেই জানা যাবে দুর্ঘটনার সঠিক কারণ, তবে এখনই কয়েকজন বিশেষজ্ঞের মতে, ‘ডুয়াল ইঞ্জিন ফেলিওর’ বা একইসঙ্গে দুটি ইঞ্জিন অচল হয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত শেষ করতে এএআইবির হাতে তিন মাস সময় থাকলেও, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, “তদন্তে সর্বোচ্চ স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখা হবে”। কারণ এমন দুর্ঘটনা শুধুই প্রযুক্তিগত ত্রুটি নয়, জাতীয় নিরাপত্তা ও যাত্রী সুরক্ষার প্রশ্নেও গভীর গুরুত্ববহ। এখন গোটা দেশের নজর ব্ল্যাকবক্স বিশ্লেষণের রিপোর্টের দিকেই। কারণ সেটাই বলে দেবে—এই মর্মান্তিক বিপর্যয়ের পিছনে কার ভুল, কীসের ত্রুটি, এবং ভবিষ্যতের জন্য কী শিক্ষণীয়।

আরও পড়ুন – নববারাকপুরে মানুষের দোরগোড়ায় জগন্নাথধামের প্রসাদ পৌঁছে দিলেন মন্ত্রী চন্দ্রিমা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...