রণথম্বোরে রানির আমলের সমাপ্তি! চিরনিদ্রায় কুমির শিকারী বাঘ ‘অ্যারোহেড’

Date:

Share post:

মৃত্য হল কিংবদন্তি বাঘিনী ‘অ্যারোহেড’ (Arrowhead)। বন দফতর জানিয়েছে, মস্তিষ্কে টিউমারের কারণে রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪ বছর। কিছুদিন আগেই পদম তালাও (জলাশয়) এলাকায় একটি কুমিরকে শিকার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এই বাঘিনী। সেই ভিডিও ভাইরাল হলে হাজার হাজার মানুষ তাকে ‘নায়িকা’ তকমা দেয়।

আরও পড়ুন :তুলসীকে অপবিত্র করছেন, কয় রকমের হয় জানেন? প্রশ্ন তুলে বিজেপিকে ধুয়ে দিলেন মমতা

সম্প্রতি তার মেয়ে ‘কানকাটি’ (Kankati) দুজন মানুষ মেরে মানুষখেকো হয়ে যায়। মঙ্গলবার, বন দফতরে তাকে ঘুমপাড়ানি গুলি করে মুকুন্দ্রা হিল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে পাঠায়। আরও দুই সন্তানকেও সরিয়ে দেওয়া হয় আগেই। ঠিক সেই দিন সন্ধ্যাবেলায় অ্যারোহেডের (Arrowhead) মৃত্যুসংবাদ আসে। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বন প্রশাসন থেকে শুরু করে বন্যপ্রাণীপ্রেমীরা।

অ্যারোহেড (Arrowhead) বেশ নামজাদা কুলের বাঘ। সে ছিল বিখ্যাত বাঘ ‘মাছলি’-র নাতনি এবং কৃষ্ণা নামক আরেক পরিচিত বাঘিনীর কন্যা। শুধু রক্তসূত্রেই নয়, সাহসিকতা ও রাজকীয়তা দিয়েও সে হয়ে উঠেছিল ‘রণথম্বোরের রানি’। মাথায় তিরের মতো দাগ থাকায় তার নাম রাখা হয় ‘অ্যারোহেড’ (Arrowhead)। রণথম্বোরের নলঘাটি ও রাজবাগ লেকের কাছেই ছিল তার ঘাঁটি। মৃত্যুর পর যোগী মহলের কাছ থেকে তার দেহ উদ্ধার করেন বনকর্মীরা। বন আইন মেনে সম্পূর্ণ ধর্মীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বনের ওয়ার্ডেন, চিত্রগ্রাহক, স্থানীয় বাসিন্দা সহ আরও অনেকে। ফুল-মালায় সাজিয়ে তার মরদেহকে শেষ বিদায় জানানো হয়।

অ্যারোহেড (Arrowhead) চারবার সন্তান প্রসব করেছে এবং তার ১০টি বাচ্চার মধ্যে এখনও বেঁচে রয়েছে ৬টি। রণথম্বোরের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে—”অ্যারোহেড ছিল এই জঙ্গলের সম্পদ, গর্ব। তার রাজকীয় চালচলনের জন্য তাকে ‘রণথম্বোরের রানি’ বলা হতো। আজ তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।”

spot_img

Related articles

দীপাবলিতে বাজির নামে বিস্ফোরক! বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’-এ চোখ হারাচ্ছে শিশুরা

দীপাবলির আলো এবার অন্ধকারে ঢেকে গেল বহু পরিবারের জীবনে। বাজির নামে মধ্যপ্রদেশে রমরমিয়ে বিক্রি হচ্ছে এক বিপজ্জনক বিস্ফোরক—...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...