মৃত্য হল কিংবদন্তি বাঘিনী ‘অ্যারোহেড’ (Arrowhead)। বন দফতর জানিয়েছে, মস্তিষ্কে টিউমারের কারণে রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪ বছর। কিছুদিন আগেই পদম তালাও (জলাশয়) এলাকায় একটি কুমিরকে শিকার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এই বাঘিনী। সেই ভিডিও ভাইরাল হলে হাজার হাজার মানুষ তাকে ‘নায়িকা’ তকমা দেয়।

আরও পড়ুন :তুলসীকে অপবিত্র করছেন, কয় রকমের হয় জানেন? প্রশ্ন তুলে বিজেপিকে ধুয়ে দিলেন মমতা

সম্প্রতি তার মেয়ে ‘কানকাটি’ (Kankati) দুজন মানুষ মেরে মানুষখেকো হয়ে যায়। মঙ্গলবার, বন দফতরে তাকে ঘুমপাড়ানি গুলি করে মুকুন্দ্রা হিল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে পাঠায়। আরও দুই সন্তানকেও সরিয়ে দেওয়া হয় আগেই। ঠিক সেই দিন সন্ধ্যাবেলায় অ্যারোহেডের (Arrowhead) মৃত্যুসংবাদ আসে। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বন প্রশাসন থেকে শুরু করে বন্যপ্রাণীপ্রেমীরা।

অ্যারোহেড (Arrowhead) বেশ নামজাদা কুলের বাঘ। সে ছিল বিখ্যাত বাঘ ‘মাছলি’-র নাতনি এবং কৃষ্ণা নামক আরেক পরিচিত বাঘিনীর কন্যা। শুধু রক্তসূত্রেই নয়, সাহসিকতা ও রাজকীয়তা দিয়েও সে হয়ে উঠেছিল ‘রণথম্বোরের রানি’। মাথায় তিরের মতো দাগ থাকায় তার নাম রাখা হয় ‘অ্যারোহেড’ (Arrowhead)। রণথম্বোরের নলঘাটি ও রাজবাগ লেকের কাছেই ছিল তার ঘাঁটি। মৃত্যুর পর যোগী মহলের কাছ থেকে তার দেহ উদ্ধার করেন বনকর্মীরা। বন আইন মেনে সম্পূর্ণ ধর্মীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বনের ওয়ার্ডেন, চিত্রগ্রাহক, স্থানীয় বাসিন্দা সহ আরও অনেকে। ফুল-মালায় সাজিয়ে তার মরদেহকে শেষ বিদায় জানানো হয়।

অ্যারোহেড (Arrowhead) চারবার সন্তান প্রসব করেছে এবং তার ১০টি বাচ্চার মধ্যে এখনও বেঁচে রয়েছে ৬টি। রণথম্বোরের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে—”অ্যারোহেড ছিল এই জঙ্গলের সম্পদ, গর্ব। তার রাজকীয় চালচলনের জন্য তাকে ‘রণথম্বোরের রানি’ বলা হতো। আজ তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।”

–

–

–
–

–

–
–
–
–
–