Wednesday, August 20, 2025

আমেদাবাদ দুর্ঘটনার আগেই গাফিলতি ধরেছিল DGCA! তবু মৃত্যু ২৪১ যাত্রীর

Date:

এয়ার ইন্ডিয়ার বিমানে গাফিলতির অভিযোগ আগেই ছিল ডিজিসিএ-র (DGCA) কাছে। তারপরেও গত সপ্তাহে দুর্ভাগ্যজনক আমেদাবাদের দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে প্রায় ৩০০ জনকে। যেখানে পুরনো যন্ত্রপাতি দিয়ে বিমান চালানোর মতো গুরুতর অভিযোগ ছিল, সেখানেও ব্যবস্থা না নেওয়ায় এত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলো না, দাবি বিশেষজ্ঞদের।

ডিজিসিএ-র রিপোর্টে প্রকাশিত উড়ানের জরুরি যন্ত্রপাতির বাধ্যতামূলক পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সেগুলিকে যাত্রী পরিবহণে ব্যবহার করেছিল এয়ার ইন্ডিয়া। ৩টি এয়ারবাসের সুরক্ষাবিধি ভঙ্গ করার অভিযোগ ছিল। অথচ তাও এয়ার ইন্ডিয়াকে (Air India) কড়া ভাষায় সতর্ক করেছিল ডিজিসিএ (DGCA)।

এখন এয়ার ইন্ডিয়ার উপর সব দায় চাপাতে ব্যস্ত ডিজিসিএ (DGCA)। এয়ার ইন্ডিয়ার ৩টি এয়ারবাসের জরুরি যন্ত্রপাতি পরীক্ষার সময়সীমা দীর্ঘদিন আগে পার হয়ে যাওয়া সত্ত্বেও সেগুলির যথাযথ পরীক্ষা হয়নি। এবং ওই অবস্থাতেই আকাশে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে এতদিনে ডিজিসিএ-র অভিযোগ। এই ঘটনায় এয়ার ইন্ডিয়াকে সতর্কবার্তা-সহ নোটিশের পাশাপাশি দেওয়া হয়েছে একটি তদন্ত রিপোর্টের কপিও। রিপোর্টে বলা হয়েছে, বাধ্যতামূলক পরিদর্শন করা হয়নি ক্রিটিক্যাল এমার্জেন্সি ইকুইপমেন্টসের (critical emergency equipment)। দেখা গেছে, দুবাই, রিয়াদ এবং জেড্ডার মতো আন্তর্জাতিক গন্তব্যে এয়ারবাস রওনা হয়েছে ওই অবস্থাতেই।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version