প্রশ্ন করেননি, তিনি অসভ্যতা করেছেন। অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেদিনের সভায় প্রশ্নোত্তরের অবকাশ ছিল। সেখানে প্রশ্ন না করে অসভ্যতা করেছেন রাম-বামের ‘দালাল’ ডঃ রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় (Rajatshubhra Banerjee)-সহ জনা ছয়েক লোক। তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, এই চিকিৎসক অবাঞ্ছিত ঘোষণা করা উচিৎ। বাংলায় গণতন্ত্র আছে বলেই সেটা করা হয়নি। তবে, বাংলার মানুষের প্রতি কুণালের আবেদন, এই চিকিৎসককে দেখে রাখুন। ওঁকে সামাজিক বয়কট করা উচিৎ।

এদিন, মুখ্যমন্ত্রীর লন্ডনের সফরসঙ্গী কুণাল ঘোষ জানান, সেদিন অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের সভায় প্রশ্নোত্তরের অবকাশ ছিল। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা না করে এই রজতশুভ্র মতো জনা ছয়েক লোক প্রথম থেকে সভা ভন্ডুল করার চেষ্টা করেন। কিন্তু মুখ্যমন্ত্রী সেটাকে পাত্তা দেননি। এর পরে গোলমাল পাকালে ওখানে উপস্থিত দর্শকরাই রজতশুভ্র-সহ তাঁদের বের করে দেন। তীব্র আক্রমণ করে কুণাল বলেন, প্রশ্ন তোলা আর বিশৃঙ্খলা তৈরি এক জিনিস নয়। এরা সব বাম-বিজেপির ভাড়াটে গুন্ডা!

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, এই চিকিৎসক অবাঞ্ছিত ঘোষণা করা উচিৎ। কিন্তু বাংলায় গণতন্ত্র আছে বলেই সেটা করা হয়নি। কুণালের কথায়, বাংলার ছেলে হয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বিদেশের মাটিতে অপমান করেছেন রজতশুভ্র। গোটা এলাকা, গোটা বাংলা রজতশুভ্রকে দেখে রাখুন। ওঁকে সামাজিক বয়টক করা উচিৎ। উনি বিজেপির দালাল বলেই সুকান্ত ওঁর বাড়িতে গিয়েছিলেন।
আরও খবর: মদতদাতা BJP-র পর্দা ফাঁস! ডাঃ রজতশুভ্রর সঙ্গে দেখা করতে গিয়ে চূড়ান্ত নাটক সুকান্তর

তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, দিলীপ ঘোষের জুতো পালিসের যোগ্যতা নেই সুকান্ত মজুমদারের। তিনি হাওয়া গরম করতে এই সব করছেন।

–

–

–

–

–

–
–
–
–
–