রজতশুভ্রকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা উচিৎ: তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

প্রশ্ন করেননি, তিনি অসভ্যতা করেছেন। অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেদিনের সভায় প্রশ্নোত্তরের অবকাশ ছিল। সেখানে প্রশ্ন না করে অসভ্যতা করেছেন রাম-বামের ‘দালাল’ ডঃ রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় (Rajatshubhra Banerjee)-সহ জনা ছয়েক লোক। তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, এই চিকিৎসক অবাঞ্ছিত ঘোষণা করা উচিৎ। বাংলায় গণতন্ত্র আছে বলেই সেটা করা হয়নি। তবে, বাংলার মানুষের প্রতি কুণালের আবেদন, এই চিকিৎসককে দেখে রাখুন। ওঁকে সামাজিক বয়কট করা উচিৎ।

এদিন, মুখ্যমন্ত্রীর লন্ডনের সফরসঙ্গী কুণাল ঘোষ জানান, সেদিন অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের সভায় প্রশ্নোত্তরের অবকাশ ছিল। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা না করে এই রজতশুভ্র মতো জনা ছয়েক লোক প্রথম থেকে সভা ভন্ডুল করার চেষ্টা করেন। কিন্তু মুখ্যমন্ত্রী সেটাকে পাত্তা দেননি। এর পরে গোলমাল পাকালে ওখানে উপস্থিত দর্শকরাই রজতশুভ্র-সহ তাঁদের বের করে দেন। তীব্র আক্রমণ করে কুণাল বলেন, প্রশ্ন তোলা আর বিশৃঙ্খলা তৈরি এক জিনিস নয়। এরা সব বাম-বিজেপির ভাড়াটে গুন্ডা!

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, এই চিকিৎসক অবাঞ্ছিত ঘোষণা করা উচিৎ। কিন্তু বাংলায় গণতন্ত্র আছে বলেই সেটা করা হয়নি। কুণালের কথায়, বাংলার ছেলে হয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বিদেশের মাটিতে অপমান করেছেন রজতশুভ্র। গোটা এলাকা, গোটা বাংলা রজতশুভ্রকে দেখে রাখুন। ওঁকে সামাজিক বয়টক করা উচিৎ। উনি বিজেপির দালাল বলেই সুকান্ত ওঁর বাড়িতে গিয়েছিলেন।
আরও খবরমদতদাতা BJP-র পর্দা ফাঁস! ডাঃ রজতশুভ্রর সঙ্গে দেখা করতে গিয়ে চূড়ান্ত নাটক সুকান্তর

তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, দিলীপ ঘোষের জুতো পালিসের যোগ্যতা নেই সুকান্ত মজুমদারের। তিনি হাওয়া গরম করতে এই সব করছেন।

spot_img

Related articles

মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

মহানবমীতে গোটা শহর যখন বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের...

নবমীতেও প্যান্ডেল হুপিং! মেয়েকে নিয়ে চালতাবাগান পুজো মণ্ডপে অভিষেক 

অষ্টমীর পর নবমীর দিনেও পুজোর মেজাজে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন বিকেলের পর উত্তর...

মিলে গেল পূর্বাভাস! নবমীর দুপুরে ঝড়-বৃষ্টি কলকাতায়, দশমীতেও সতর্কতা 

অষ্টমীর রাত কাটল হালকা বৃষ্টির মধ্যে দিয়েই। কিন্তু নবমীর দুপুর নামতেই মুষলধারে বর্ষণে ভিজল কলকাতা। দুপুর আড়াইটে নাগাদ...

মহানবমীর সকালে মাতোয়ারা মহানগরী, ভক্তি – আরাধনায় উজ্জ্বল উৎসবের শেষ লগ্ন

কোথাও বন্দনার বনেদিয়ানা, কোথাও ভক্তিরসের সুধা। মহানবমীর সকালে ভিড় বাড়ছে শহর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে (Sovabazar Rajbari)। বনেদি...