শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারত(India Team)। শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বে এই প্রথমবার টেস্টের মঞ্চে নামছে টিম ইন্ডিয়া। সেই সিরিজ নিয়েই এবার বড় বার্তা প্রাক্তন কিংবদন্তী সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar)। তাঁর মতে এই সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল নাকি ৩-১ ফলাফলে জিততে চলেছে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহকে নিয়ে উচ্ছ্বসিত ভারতের এই প্রাক্তন কিংবদন্তী।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ দিয়েই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু হবে। সেইসঙ্গে এবারই প্রথমবার রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli) হীন মাঠে নামবে ভারতীয় দল। সেই জায়গাতেই এবার ভারতয় ভরসা রেখেছে একেবারে তরুণ ব্রিগেডের ওপর। রোহিত শর্মার পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। তাঁর সামনে যে কঠিন চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শুভমনের নেতৃত্বে ভারতীয় দলকে নিয়ে আশাবাদী সচিন(Sachin Tendulkar)।
সিরিজের ভবিষ্যদ্বানী করতে গিয়ে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “আমার মনে হচ্ছে এই সিরিজ ভারতীয় দল ৩-১ ব্যবধানে জিততে চলেছে”।
ভারতীয় দলের ভবিষ্যদ্বানীর পাশাপাশি ভারতের বোলিং পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন এই প্রাক্তন কিংবদন্তী। তাঁর মতে এই সিরিজে জসপ্রীত বুমরার নেতৃত্বেই বড়সড় কিছু একটা করতে চলেছে ভারতীয় দল। বুমরাহ যে সাফল্যের প্রধাম কান্ডারী হতে চলেছে ভারতের তা বলতে কোনও দ্বিধা নেই সচিনের।
তিনি জানিয়েছেন, “আমার মনে হয় ভারতের বোলিং আক্রমণ নির্ভর করছে একেবারেই জসপ্পীত বুমরার ওপর এবং কেমনভাবে তাঁকে বাকিরা সাহায্য করে সেটা। বুমরাই আমাদের প্রধান বোলার হবে এই সিরিজে”।
–
–
–
–
–
–
–
–
–
–