Thursday, August 21, 2025

দেশের জার্সিতে টেস্টে অভিষেক সাই সুদর্শনের, বিরাটের পজিশনে খেলবেন গিল

Date:

গুজরাট টাইটান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটেও সফল। ইংল্যান্ডের বিরুদ্ধেই দেশের জার্সিতে অভিষেক হল সাই সুদর্শনের(Sai Sudarshan)। সেইসঙ্গেই প্রায় আট বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার(Karun Nair)। অপেক্ষা ছিল শুক্রবার ভারতের প্রথম একাদশ ঘোষণার। এরপরই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। বিরাট কোহলির পজিশনেই এবার ব্যাটিং করতে নামবেন শুভমন গিল(Shubman Gill)।

ইংল্যান্ডের বিরুদ্ধে এবার সিরিজ শুরু হওয়ার আগে থেকেই সাই সুদর্শনকে(Sai Sudarshan) নিয়ে জল্পনাটা শুরু হয়ে গিয়েছিল। হবে নাই বা কেন প্রথম শ্রেনীর ঘরোয়া ক্রিকেটে যেমন দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তেমনই এই তরুণ ক্রিকেটার সফল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও। শুক্রবার ভারতের আরেক টেস্ট তারকা চেতেশ্বর পূজারার হাত থেকেই কেরিয়ারের প্রথম টেস্ট ক্যাপ উঠল সাই সুদর্শনের হাতে।

২০২২ সালে ভারতের প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। সেখানেই ১৯ ম্যাচে ১৯৫৭ রান রয়েছে সাই সুদর্শনের নামে। এছাড়া শেষ মরসুমের রঞ্জি ট্রফিতেও ব্যাট হাতে অত্যন্ত সফল সাই সুদর্শন। সেখানেই তিনি তিন ম্যাচে করেছিলেন ৩০৪ রান। এবার টেস্ট শুরুর আগে থেকেই তাঁকে নিয়ে জোর চর্চা চলছিল। শেষপর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়ে গেল তাঁর।

ফাস্ট ডাউনমেই ব্যাটিং করতে নামবেন তিনি। অন্যদিকে প্রায় ৮ বছর পর দেশের জার্সিতে টেস্ট ফর্ম্যাটে ফিরলেন করুণ নায়ারও। এবারের প্রস্তুতি ম্যাচে দ্বিশতরান করেছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর ছিল শুভমন গিলের ব্যাটিং পজিশনের ওপর। বিরাট কোহলি যে পজিশনে অর্থাৎ চার নম্বরে ব্যাটিং করতে নামতেন সেখানেই এবার নামবেন শুভমন গিল(Shubman Gill)।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version