Wednesday, August 20, 2025

মর্জি মতো ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে বিশৃঙ্খলা তৈরি সুকান্তর, পাত্তাই দিচ্ছে না তৃণমূল

Date:

শাসকদলের সঙ্গে বিরোধ করে আলাদা ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনে রাস্তায় হাঁটে বিজেপি। সেই পালনে বাংলার মানুষের সমর্থন থাকে না বলে, নিজেরাই গোলমাল পাকিয়ে খবরে আসার চেষ্টা থাকে বঙ্গ বিজেপির নেতৃত্বের। শুক্রবার রাজ্য বিধানসভা থেকে রেড রোডে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে যান শুভেন্দু অধিকারী (Shubhendu Majumder)। আর সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান। সেখানে নিরাপত্তার কারণে পুলিশ বাধা দিলে সুকান্তের সঙ্গে থেকে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে।

১৯৪৭ সালে ২০জুন রাজ‌্য বিধানসভায় ভোটাভুটিতে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাঙালীর সেই দুঃখের দিনকে রাজ্য দিবস হিসাবে পালন করে বিজেপি (BJP)। যদিও এই দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে পালন করে না রাজ্য় সরকার। সর্বসম্মতিতে পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হয়।

এদিন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের মূর্তিতে মাল্যদান করতে যান বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বাইকে চড়ে কিছুটা এগোতেই বাধা দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। এলাকায় হুলুস্থুলু বেঁধে যায়। এর জেরে রাস্তায় তীব্র যানজট হয়। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত।
আরও খবরনাবালিকার মৃত্যু নিয়ে মিথ্যাচার ও সাম্প্রদায়িক উস্কানি, বিজেপি নেতার মুখোশ খুলে দিল পুলিশ

এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “যে যা পারে করুক, তাতে কিছু যায় আসে না।”

Related articles

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...

অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে খুন দশমের ‘দাদা’! আহমেদাবাদের স্কুলে হামলা অভিভাবকদের

স্কুল চলাকালীন দশম শ্রেণির পড়ুয়ার সঙ্গে বাগবিতণ্ডায় অষ্টম শ্রেণির পড়ুয়া তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে (stabbed) দেয়। বুধবার...

চন্দ্রনাথের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি রাজভবনের, আদালতে হাজিরার নির্দেশ

প্রাথমিক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজভবন (Rajbhavan)। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া...

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...
Exit mobile version