শাসকদলের সঙ্গে বিরোধ করে আলাদা ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনে রাস্তায় হাঁটে বিজেপি। সেই পালনে বাংলার মানুষের সমর্থন থাকে না বলে, নিজেরাই গোলমাল পাকিয়ে খবরে আসার চেষ্টা থাকে বঙ্গ বিজেপির নেতৃত্বের। শুক্রবার রাজ্য বিধানসভা থেকে রেড রোডে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে যান শুভেন্দু অধিকারী (Shubhendu Majumder)। আর সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান। সেখানে নিরাপত্তার কারণে পুলিশ বাধা দিলে সুকান্তের সঙ্গে থেকে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে।
১৯৪৭ সালে ২০জুন রাজ্য বিধানসভায় ভোটাভুটিতে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাঙালীর সেই দুঃখের দিনকে রাজ্য দিবস হিসাবে পালন করে বিজেপি (BJP)। যদিও এই দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে পালন করে না রাজ্য় সরকার। সর্বসম্মতিতে পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হয়।
এদিন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের মূর্তিতে মাল্যদান করতে যান বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বাইকে চড়ে কিছুটা এগোতেই বাধা দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। এলাকায় হুলুস্থুলু বেঁধে যায়। এর জেরে রাস্তায় তীব্র যানজট হয়। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত।
আরও খবর: নাবালিকার মৃত্যু নিয়ে মিথ্যাচার ও সাম্প্রদায়িক উস্কানি, বিজেপি নেতার মুখোশ খুলে দিল পুলিশ
এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “যে যা পারে করুক, তাতে কিছু যায় আসে না।”
–
–
–
–
–
–
–
–
–
–