Tuesday, November 11, 2025

বারাসতের কদম্বগাছিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা 

Date:

শনিবার সন্ধ্যায় বারাসতের কদম্বগাছি এলাকার বামুনমোড়ায় একাধিক গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা অঞ্চলে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে ছাই হয়ে গিয়েছে কোটি টাকার সামগ্রী। ধোঁয়া, ছাই আর তীব্র দুর্গন্ধে এলাকা কার্যত অচল। আতঙ্কে আশপাশের ঘন জনবসতির মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অধীন বামুনমোড়া অঞ্চলের একটি বড় এলাকা জুড়ে গড়ে উঠেছে একাধিক সংস্থার গোডাউন। সেখানে শিশুদের ন্যাপকিন, রং ও ইলেকট্রনিক সামগ্রী মজুত ছিল। প্রাথমিক অনুমান অনুযায়ী, অন্তত ৮ থেকে ১০টি বড় গোডাউনে একযোগে আগুন ছড়িয়ে পড়ে।

শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রথম ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিরাপত্তার স্বার্থে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়। সেই সঙ্গে থমকে যায় ব্যস্ত বারাসত-টাকি রোড, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং পুলিশের পদস্থ আধিকারিকরা। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে তদন্ত শুরু হবে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রাসায়নিক দ্রব্য থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন – পার্থ সেনগুপ্ত স্মারক বক্তৃতা: আলোচনায় স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় মুসলিমদের অবদান 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version