Thursday, August 28, 2025

বারাসতের কদম্বগাছিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা 

Date:

শনিবার সন্ধ্যায় বারাসতের কদম্বগাছি এলাকার বামুনমোড়ায় একাধিক গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা অঞ্চলে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে ছাই হয়ে গিয়েছে কোটি টাকার সামগ্রী। ধোঁয়া, ছাই আর তীব্র দুর্গন্ধে এলাকা কার্যত অচল। আতঙ্কে আশপাশের ঘন জনবসতির মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অধীন বামুনমোড়া অঞ্চলের একটি বড় এলাকা জুড়ে গড়ে উঠেছে একাধিক সংস্থার গোডাউন। সেখানে শিশুদের ন্যাপকিন, রং ও ইলেকট্রনিক সামগ্রী মজুত ছিল। প্রাথমিক অনুমান অনুযায়ী, অন্তত ৮ থেকে ১০টি বড় গোডাউনে একযোগে আগুন ছড়িয়ে পড়ে।

শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রথম ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিরাপত্তার স্বার্থে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়। সেই সঙ্গে থমকে যায় ব্যস্ত বারাসত-টাকি রোড, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং পুলিশের পদস্থ আধিকারিকরা। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে তদন্ত শুরু হবে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রাসায়নিক দ্রব্য থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন – পার্থ সেনগুপ্ত স্মারক বক্তৃতা: আলোচনায় স্বাধীনতা সংগ্রামে বঙ্গীয় মুসলিমদের অবদান 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version