Tuesday, January 13, 2026

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে শতরান, গাভাস্কার- কোহলিদের ক্লাবে শুভমন

Date:

Share post:

রোহিত- বিরাটহীন ভারতীয় টেস্ট দলের (Indian Test Cricket Team) নেতৃত্ব পেয়ে প্রথম ম্যাচের প্রথম দিনেই অধিনায়কোচিত পারফরম্যান্স করে দেখালেন শুভমন গিল (Shubman Gill )। ইংল্যান্ডের মাটিতে এর আগে চারটে টেস্টে মাত্র ৮৮ রান করেছিলেন তিনি। আর এবার গুরুদায়িত্ব পাওয়ার পরই নিজের নির্ভুল পারফরমেন্সে বুঝিয়ে দিলেন কেন ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য ভবিষ্যৎ হিসেবে তাঁকে নিয়ে আশাবাদী কিং কোহলি (Virat Kohli)। জশ টংয়ের বল কভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ভারতীয় টেস্ট দলের তরুণ ক্যাপ্টেন যে সেঞ্চুরি করলেন তাতে অনায়াসে ঢুকে পড়লেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, বিরাট কোহলিদের ক্লাবে। এর আগে এই তিন ভারতীয় প্লেয়ার অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে শতরান করেছিলেন। এবার সেই তালিকায় জুড়ে গেল গিলের (Shubman Gill) নাম।

মাঠের সবদিকে শট খেলেছেন শুভমন। প্রয়োজন মতো অ্যাগ্রেসিভ হয়েছেন, আবার কখনও পিচ বুঝে সিদ্ধান্ত নিতেও বিন্দুমাত্র সময় নেননি। ১৪০ বলে শতরান করে বুঝিয়ে দিলেন নেতৃত্ব তাঁর কাছে কোনও বোঝা নয় বরং আনন্দে আগামীতেও এই দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে চান তিনি। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই অধিনায়ক হিসাবে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন হাজারে। ৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৬ রান করেন সুনীল গাভাস্কার। তার পরে দীর্ঘ অপেক্ষা। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ১১৫ রান করেছিলেন বিরাট কোহলি। এবার সেই ক্লাবে ঢুকলেন তাঁর যোগ্য উত্তরসূরী। হেডিংলেতে নামার আগে শুভমন জানিয়েছিলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকলেও কোনও চিন্তা নেই, তাঁরা জিতবেন। জোড়া সেঞ্চুরির (জয়শওয়াল ও শুভমন) দাপটে প্রথম দিনের শেষে ভারতের স্কোর দেখে মনে হচ্ছে কথা রেখেছেন তরুণ অধিনায়ক। আজ টেস্টের দ্বিতীয় দিনে খুব বড়সড় অঘটন না হলে সম্ভবত ঋষভ পন্থের হাত ধরে তৃতীয় সেঞ্চুরিও পেয়ে যাবে টিম ইন্ডিয়া। চিন্তা বাড়ছে ব্রিটিশ বোলারদের।

spot_img

Related articles

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...

ফোর্ট উইলিয়ামে এক কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন! বিস্ফোরক অভিযোগ মমতার

"আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে (Fort William) বসে একজন কমান্ড্যান্ট SIR-এর কাজ করছেন। বিজেপির (BJP) কাজ করছেন।"...