Sunday, August 24, 2025

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে শতরান, গাভাস্কার- কোহলিদের ক্লাবে শুভমন

Date:

রোহিত- বিরাটহীন ভারতীয় টেস্ট দলের (Indian Test Cricket Team) নেতৃত্ব পেয়ে প্রথম ম্যাচের প্রথম দিনেই অধিনায়কোচিত পারফরম্যান্স করে দেখালেন শুভমন গিল (Shubman Gill )। ইংল্যান্ডের মাটিতে এর আগে চারটে টেস্টে মাত্র ৮৮ রান করেছিলেন তিনি। আর এবার গুরুদায়িত্ব পাওয়ার পরই নিজের নির্ভুল পারফরমেন্সে বুঝিয়ে দিলেন কেন ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য ভবিষ্যৎ হিসেবে তাঁকে নিয়ে আশাবাদী কিং কোহলি (Virat Kohli)। জশ টংয়ের বল কভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ভারতীয় টেস্ট দলের তরুণ ক্যাপ্টেন যে সেঞ্চুরি করলেন তাতে অনায়াসে ঢুকে পড়লেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, বিরাট কোহলিদের ক্লাবে। এর আগে এই তিন ভারতীয় প্লেয়ার অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে শতরান করেছিলেন। এবার সেই তালিকায় জুড়ে গেল গিলের (Shubman Gill) নাম।

মাঠের সবদিকে শট খেলেছেন শুভমন। প্রয়োজন মতো অ্যাগ্রেসিভ হয়েছেন, আবার কখনও পিচ বুঝে সিদ্ধান্ত নিতেও বিন্দুমাত্র সময় নেননি। ১৪০ বলে শতরান করে বুঝিয়ে দিলেন নেতৃত্ব তাঁর কাছে কোনও বোঝা নয় বরং আনন্দে আগামীতেও এই দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে চান তিনি। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই অধিনায়ক হিসাবে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন হাজারে। ৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৬ রান করেন সুনীল গাভাস্কার। তার পরে দীর্ঘ অপেক্ষা। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ১১৫ রান করেছিলেন বিরাট কোহলি। এবার সেই ক্লাবে ঢুকলেন তাঁর যোগ্য উত্তরসূরী। হেডিংলেতে নামার আগে শুভমন জানিয়েছিলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকলেও কোনও চিন্তা নেই, তাঁরা জিতবেন। জোড়া সেঞ্চুরির (জয়শওয়াল ও শুভমন) দাপটে প্রথম দিনের শেষে ভারতের স্কোর দেখে মনে হচ্ছে কথা রেখেছেন তরুণ অধিনায়ক। আজ টেস্টের দ্বিতীয় দিনে খুব বড়সড় অঘটন না হলে সম্ভবত ঋষভ পন্থের হাত ধরে তৃতীয় সেঞ্চুরিও পেয়ে যাবে টিম ইন্ডিয়া। চিন্তা বাড়ছে ব্রিটিশ বোলারদের।

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version