একুশে জুলাইয়ের কাউন্টডাউনে (Countdown) আগেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভবানীপুরে হয়েছে মেগা বৈঠক। এবার সোশ্যাল মিডিয়ায় প্রোমো প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। ফেসবুকে এই প্রোমো শেয়ার (Promo Share) করে ক্যাপশনে লেখা হয়েছে, এবারের শহিদ তর্পণ হবে ঐতিহাসিক। ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ।

একুশে জুলাইয়ের শুরু হয়েছে কাউন্টডাউন (Countdown)। আর হাতে গোনা ৩০ দিন। শনিবার প্রকাশ পেল প্রোমো। সেখানে শহিদদের নামের তালিকাও রয়েছে। বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মহম্মদ খালেক, ইনু। ছাব্বিশের নির্বাচনের আগে জোর দেওয়া হয়েছে ২১ জুলাইয়ের সভায়। এই সভার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

–

–

–

–

–

–
–

–

–
–
–
–