বেলঘরিয়া থানার শালপাতা বাগান এলাকার এক কেমিক্যাল কারখানায় (Chemical Factory) দুর্ঘটনা। ড্রামে থাকা রাসায়নিক নিষ্কাশনের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল দুই শ্রমিকের। শুক্রবার রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরনো কেমিক্যাল পরিষ্কার করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাস শ্বাসনালীতে ঢুকে রবিন আইচ (৬০) ও সুরজিৎ মাইতি (৫৫) নামে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় গোবিন্দ নন্দী নামে আরেক শ্রমিককে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College and hospital) ভর্তি করানো হয়েছে। অন্যান্য দিনের মতো শুক্রবারেও এই তিন শ্রমিক কারখানায় কাজ করছিলেন। কর্তৃপক্ষের নির্দেশ মতো একটি ড্রামে থাকা রাসায়নিক পরিষ্কার করতে গিয়েই আচমকাই শ্বাসকষ্ট হতে শুরু করে তিন জনের। এরপর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই রাসায়নিক কারখানায় পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। যদিও আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি। কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা (Gopal Saha) জানিয়েছেন কারখানার বৈধ লাইসেন্স ছিল কিনা তা পুরসভা খতিয়ে দেখবে। পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–