Wednesday, July 2, 2025

‘চোকার্স এখন চ্যাম্পিয়ন’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

একদিনে হয় না , তবে একদিন হয় । চেষ্টা না ছাড়লে তবেই হয় । এই যে দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে আজ অন্য গানের ভোরে জেগে উঠলো দক্ষিণ আফ্রিকা , সে তো হাল ছেড়ে দেয় নি বলেই। শাপমোচন হতে সময় লাগলো সুদীর্ঘ ২৭ বছর ! প্রতীক্ষার অবসান হলো অবশেষে । ঘুচে গেলো ‘ চোকার্স ‘ তকমা । এই বদনাম ২৭ বছর ধরে হায়নার মতো ঘুরে বেড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পায়ে পায়ে । অনেক বিদ্রুপ , অপমান আর অভিশপ্ত রাত পেরিয়ে বুঝি পাথর অহল্যার বুকে পা পড়লো রঘুবীরের । আর সেই মুহূর্তেই বদলে গেলো ক্রিকেটের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দেওয়াল লিখন । অস্ট্রেলিয়াকে হারিয়ে অবশেষে নিজেদের’ বড়ো ম্যাচে হেরো ‘ দুর্নাম গোছালো দক্ষিণ আফ্রিকা ।

লর্ডস ক্রিকেট মাঠের ঐতিহ্য ও পরম্পরায় যুক্ত হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়, যা স্কোরবোর্ড ছাড়িয়ে লর্ডসের সবুজ গালিচায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে রইলো ।

১৪ জুন ঐতিহাসিক লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়লো অধিনায়ক টেম্বা বাভুমার দল ‌। ভাবা যায় না ২৭ বছর লাগলো তাদের একটি আইসিসি ট্রফি জিততে ! সেমিফাইনাল , ফাইনাল অথবা বড়ো ম্যাচ হলেই নার্ভ ফেল করে দক্ষিণ আফ্রিকা , এই দুর্নাম শেষ পর্যন্ত ভেসে গেলো টেমস নদীর স্রোতে ।

জেতার পর গোটা লর্ডস জুড়ে যখন তুমুল উল্লাস , তখনও শান্ত , সংযত ও উচ্ছাসহীন অধিনায়ক বাভুমা । মৃদু হেসে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছিলেন ক্রিকেটারদের।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছিলেন লর্ডসের অভিজাত দর্শকদের । অথচ কি অসহ্য অপমানই না সইতে হয়েছে এই মানুষটিকে। অজস্র বিদ্রুপ , এমনকি দৈহিক উচ্চতা নিয়েও নিয়মিত ট্রোল করা হয়েছে এই স্থিতধী ক্যাপ্টেনকে । আজ যখন সবাইকে চুপ করিয়ে সব উচ্চতাকে ছাড়িয়ে আকাশ ছুঁলেন তিনি , কী আশ্চর্য , তখনও তিনি আগের মতোই নির্বিকার , ক্ষমাশীল । উনি বোধহয় জানতেন , লেগে থাকলে একদিন না একদিন জয় আসবেই এবং সেটা একটা বড়ো জয় ।

টেম্বা বাভুমার নেতৃত্বে এখনও পর্যন্ত ১০ টি টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯ টি ম্যাচে এবং ১ টি ড্র হয়েছে । এই মুহূর্তে টেস্টে অপরাজেয় অধিনায়ক টেম্বা , যিনি খোঁড়াতে খোঁড়াতে জিতিয়ে দিয়ে গেলেন ফাইনাল ম্যাচ ।আরেকজন এডেন মার্করাম ।জয়ের মূল কাণ্ডারী । দ্বিতীয় ইনিংসে করলেন অমূল্য ১৩৬ রান । অবিস্মরণীয় লড়াই ।প্রায় একাই রক্ষা করলেন বুঁদির কেল্লা । ধৈর্য্যের পরীক্ষায় শেষ পর্যন্ত উত্তীর্ণ হলেন বড়ো ম্যাচে । লর্ডসে ওড়ালেন দেশের পতাকা । চতুর্থ ইনিংসে শতরানের মূল্য টেস্ট ক্রিকেটে অপরিসীম । সীমার মাঝে অসীম হতে হয় বুঝি এখানে পৌঁছে । নিজেকেই অতিক্রম করতে হয় । অসাধারণ , অসামান্য ।

১৯৯৮ সালের পর থেকে সুদীর্ঘ ২৭ বছর ধরে বারবার তীরে এসে তরী ডুবেছে তাঁদের । বারবার গ্রাস করেছে স্বপ্নভঙ্গের হতাশা । কিন্তু হাল ছাড়ে নি এই দলটা। ১৯৯২-এর বিশ্বকাপে বৃষ্টি এবং ক্রিকেটিয় আইনের ধাক্কায় মাত্র ১ বলে ২২ রান করার লক্ষ্য দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে ! জঘন্য এক পরিস্থিতির শিকার হয় তারা । ১৯৯৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে রান আউট হয়ে যান অ্যালান ডোনাল্ড । ম্যাচ টাই হলেও হারে দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালে বিশ্বকাপ সেমিফাইনালে তারা হারে নিউজিল্যান্ডের কাছে । ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারা প্রায় জেতা ম্যাচ হেরে যায় ভারতের কাছে । জয়ের খরা অবশেষে কাটলো লর্ডসে এসে । ভাগ্যলক্ষ্মী আর দূরে থাকতে পারলেন না ।

আসলে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেও চ্যাম্পিয়ন হতে পারছিল না দক্ষিণ আফ্রিকা । কিন্তু একটা বড়ো ট্রফি অবশ্যই প্রাপ্য ছিল ওদের । এবার কোনো তাড়াহুড়ো , কোনো হাঁকপাক দেখা যায় নি ওদের আচরণে । ক্রিজ কামড়ে পড়ে ছিল ওদের ব্যাটাররা ।

জিততেই নেমেছিল ওরা । এমনকি বাভুমা যখন পায়ের যন্ত্রণায় কাতরাচ্ছেন , তখনও তাঁকে মাঠ ছাড়তে বারণ করেন মার্করাম । মাঠ ছাড়েন নি অধিনায়ক । দুজনের জুটিতে যোগ হয় অমূল্য ১৪৭ রান , যা দক্ষিণ আফ্রিকাকে জয়ের দরজায় পৌঁছে দেয় ।

কাসিগো রাবাডার কথা না বললে অন্যায় হয় । অবিস্মরণীয় জয়ের অন্যতম কারিগর । তাঁর বোলিং সবসময় চাপে রেখেছিল অজিদের । দু’ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নিয়েছেন তিনি । নয়া ইতিহাসের অন্যতম নায়ক তিনিও । শেষে বলতেই হয় , টেস্ট ক্রিকেটের সেরা বিজ্ঞাপনের সঙ্গে চিরদিনের জন্য লেখা রইলো দক্ষিণ আফ্রিকার এই মরণপণ লড়াই এবং মধুর জয় ।

আরও পড়ুন – বাংলার বাসিন্দাদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাক নয়, কড়া বার্তা নবান্নের 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সঙ্কটজনক সৌগত! জড়িয়ে যাচ্ছে কথা, চিন্তায় চিকিৎসকরা 

প্রবীণ সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) শারীরিক অবস্থার অবনতি। মঙ্গলবার রাতের খবর অনুযায়ী, শিরদাঁড়ার নীচের ব‌্যাথায় কাতর তিনি।...

আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট শীঘ্রই

আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হতে পারে আগামী দু-এক দিনের মধ্যেই। আন্তর্জাতিক বেসামরিক...

দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর পক্ষে কোনও আইনজীবী যেন লড়াই না করেন, এই দাবিতে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুর...

স্নাতক স্তরে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। প্রথম দফার আবেদনের জন্য...