Friday, August 22, 2025

সোমবার নবান্নে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

Date:

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলতি রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আবহে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের জন্য নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। আগামীকাল অর্থাৎ সোমবার নবান্নে এই উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় মনীষীদের স্মৃতিবিজড়িত স্থানের উপর হামলার বিষয়টি মূল আলোচনার বিষয় হবে। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি-তে হামলা এবং সেই ঘটনায় তত্ত্বাবধায়ক সরকারের নিষ্ক্রিয় ভূমিকা উদ্বেগ সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষ মহলে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপের অনুরোধ জানান। চিঠিতে তিনি স্পষ্ট করেন, এই ধরনের হামলা শুধু ইতিহাস বা সংস্কৃতির উপর আঘাত নয়, বরং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও প্রশ্ন তোলে। এরপরেই নবান্নে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লার এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল। মনে করা হচ্ছে, দুই পক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হতে পারে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৬ সালে তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এবার একই পথে হাঁটতে চলেছেন বর্তমান হাইকমিশনার। ফলে আগামীকালকের এই বৈঠকের দিকে তাকিয়ে কূটনৈতিক মহল থেকে শুরু করে বাংলা-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আগ্রহী সাধারণ মানুষও।

আরও পড়ুন – পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫ পুণ্যার্থী, জখম অন্তত ১৪

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version