Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা দুরন্ত পারফরম্যান্স দেখালেও, বোলিংয়ে কিন্তু এখনও পর্যন্ত সেই ছাপ দেখা যায়নি। জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) ছাড়া কোনও ভারতীয় পেসারই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি দ্বিতীয় দিন। আর এই জায়গাটা নিয়েই এবার প্রশ্ন তুলছে সকলে। বিশেষ প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri)। তাঁর সাফ কথা জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) নাকি সঠিক সাহায্যটাই মাঠে পাচ্ছেন না।

দ্বিতীয় দিনের একেবারে শেষের দিকে জসপ্রীত বুমরাহকেও হতাশ হতে দেখা গিয়েছিল। গৌতম গম্ভীরের সঙ্গে তাঁকে বেশ গভীর আলোচনা করতেও দেখা গিয়েছিল। তিনি যে যথাযথ সাপোর্টটা অন্যান্য বোলারদের থেকে পাচ্ছেন না তা কার্যত দ্বিতীয় দিন থেকেই স্পষ্ট। আর বুমরাহও যে সেই কারনটাই গম্ভীরকে হতাশ হয়ে বোঝাচ্ছিলেন এমনটাই অনুমান করছেন সকলে।

সেই পরিস্থিতিতেই এবার মুখ খুললেন আরেক প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড নিয়ে কথা হলেও, সেটা সঠিকভাবে এই মুহূর্তে বুমরার পক্ষে করাটাও নাকি বেশ চিন্তার হয়ে যাবে। কারণ তিনি উইকেট নেওয়ার চেষ্টা করে গেলেও বাকিদের থেকে যে সাহায্য পাওয়াটা প্রয়োজন সেটা নাকি পাচ্ছেন না।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে রবি শাস্ত্রী জানিয়েছেন, “এই সিরিজ এগনোর সঙ্গে সঙ্গে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েই আমি সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছি। কারণ এখন পর্যন্ত জসপ্রীত বুমরাই এমন একজন যাঁকে দেখে মনে হচ্ছে প্রতি বলেই উইকেট আসতে পারে। আমি আশা করছি অন্যদের তরফ থেকেও এবার সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হবে”।

দ্বিতীয় দিন ইংল্যান্ডের তিনটি উইকেট তুলতে পেরেছে ভারতীয় দল। আর সেই তিন উইকেটই তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। প্রসিধ কৃষ্ণা থেকে সিরাজ, শার্দূল ঠাকুররা সকলেই ব্যর্থ হয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...
Exit mobile version