Sunday, November 2, 2025

গুজরাটেই টক্কর বিজেপিকে, দেশের অন্যান্য ৪ উপনির্বাচনে বিরোধীদের ‘গুড শো’

Date:

বাংলার কালীগঞ্জের পাশাপাশি সোমবার গণনা চলছে দেশের চার কেন্দ্রের উপনির্বাচনের। যার মধ্যে শুধুমাত্র গুজরাটেই দুটি কেন্দ্র রয়েছে। মোদির নিজের রাজ্যেই ইভিএম খোলা শুরু হতেই বিরোধীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি (BJP) প্রার্থীদের, যা উপনির্বাচনে একেবারেই বিরল। যদিও কেরালা (Kerala) ও পঞ্জাবে (Punjab) বিজেপি বিরোধীদের এগিয়ে থাকার ট্রেন্ডই অব্যাহত।

গুজরাটের কাদি ও ভিসাভাদর কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা সোমবার। স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদির নিজের রাজ্যে বিজেপি প্রার্থীরা উপনির্বাচনে এগিয়ে থাকবেন, সেটাই কাম্য। সেই মতো কাদি আসনে বিজেপি প্রার্থী রাজেন্দ্রকুমার ছাবড়া প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে যান। কিন্তু ভিসাভাদর কেন্দ্রে প্রথমে এগিয়ে গেলেও সময় যত এগোলো দ্বিতীয় স্থানে নেমে গেলেন বিজেপি (BJP) প্রার্থী কীরিট প্যাটেল। প্রথম স্থানে আম আদমি পার্টির (AAP) প্রার্থী ইটালিয়া গোপাল।

অন্যদিকে বাম শাসিত কেরলে (Kerala) উপনির্বাচনে ব্যাকফুটে সিপিআইএম। সেখানে গণনা শুরুর প্রথম থেকেই প্রথম স্থানে কংগ্রেস প্রার্থী আর্যদন শৌকথ। দ্বিতীয় স্থানে সিপিআইএম (CPIM) প্রার্থী এম স্বরাজ। ১৪ রাউন্ডে যদিও ব্যবধান মাত্র ১০ হাজারের হয়। তবে সেখানে সব থেকে আশ্চর্যজনকভাবে চার নম্বরে নেমে যান বিজেপি প্রার্থী মোহন জর্জ। তৃতীয় স্থানে উঠে আসেন এক নির্দল প্রার্থী।

সেই সঙ্গে গণনা শুরু হয় পঞ্জাবের (Punjab) লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের উপনির্বাচনের। সেখানে প্রত্যাশিতভাবে এগিয়ে আপ প্রার্থী সঞ্জীব আরোরা। তাঁর সঙ্গে লড়াই কংগ্রেস প্রার্থী ভরত অসুর। সেখানে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। দেশের তিন রাজ্যে উপনির্বাচনে আরও স্পষ্ট তৃতীয়বার ক্ষমতায় এলেও দেশের মানুষ বিজেপিকে যে প্রত্যাখ্যান করেছে সেই ছবি।

Related articles

SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর (Bratya Basu) হাতে রবিবার প্রকাশিত হলো নাগরিকত্ব, দেশভাগ ও সাংবিধানিক অধিকার...

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...

SIR-এর ছদ্মবেশে NRC! বৈধ ভোটারের ভোটাধিকার কাড়ার বিরুদ্ধে গর্জে উঠে গণমঞ্চ

রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। সেখানেই কেন্দ্রের সরকারের এসআইআর (SIR)...

ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর, কোন দুই ফর্ম্যাটে খেলবেন উইলিয়ামসন?

গত বছরই  টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে ছিলেন বিরাট কোহলি, এবার  করলেন তাঁর বন্ধু কেন উইলিয়ামসন(Kane Williamson...
Exit mobile version