Friday, December 5, 2025

রাহুলের ব্যাট প্রেমে আপ্লুত সকলে, বড় রানের লক্ষ্যে ভারত

Date:

Share post:

একজন ব্যটারের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কী। এই প্রশ্নের উত্তর বোধহয় রবিবারই  পেয়ে গেল সবাই। হ্যাঁ তৃতীয় দিনের সেরা ছবিটাই সেটা। মাঠ ছাড়ার সময় হঠাত্ বৃষ্টি। নিজের ভিজতে আপত্তি নেই। কিন্তু ব্যাট (Bat) যেন না ভেজে। হ্যাঁ কেএল রাহুলের এই ব্যাটের প্রতি ভালবাসাটাই যেন দিনের শেষে সেরা ছবি। যত যাই হয়ে যাক, মাঠে একজন ব্যাটারের কাছে প্রধান অস্ত্রই তো ব্যাট। কেএল রাহুলের (KL Rahul) হাত ধরে দ্বিতীয় ইনিংসে বড় রানের স্বপ্ন দেখছে ভারত। সেই ব্যাটকেই নিজের জার্সির মধ্যে লুকিয়ে রেখে মাঠ ছাড়লেন রাহুল (KL Rahul)। বৃষ্টিতে ভিজতে দেবেন না তিনি। এই ব্যাট দিয়ে যে অনেক জবাব দেওয়ার আছে তাঁর। তৃতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৯০। লিড ৯৬ রানের।

দ্বিতীয় দিন সেভাবে বাকি বোলাররা জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) সাহায্য করতে না পারলেও, তৃতীয় দিন সেই কাজটা করতে পেরেছে তারা। তবে খারাপ ফিল্ডিংয়ের খেসারতও দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও ভারতের হয়ে বল হাতে সেরা পারফর্মার সেই জসপ্রীত বুমরাই। আরও একটা পাঁচ উইকেট তাঁর ঝুলিতে। এদিন ২৪ ওভার ৪ বলে ৮৩ রান দিয়ে তুলে নিলেন পাঁচ উইকেট। ইংল্যান্ডকে শেষপর্যন্ত থামতে হল ৪৬৫ রানে।

৬ রানের লিড নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ইনিংসে যশস্বী জয়সওয়াল ফেরেন ৪ রানে। সাই সুদর্শন করেন ৩০ রান। ক্রিজে রয়েছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স করতে মরিয়া তিনি। ৪৭ রানে ক্রিজে অপরাজিত রাহুল(KL Rahul)। চতুর্থ দিনের লড়াইটা যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই নিজের অস্ত্রকে বৃষ্টি থেকে বাঁচাতে জার্সিতে আগলে রেখেই মাঠ ছাড়লেন তিনি। সেই ছবিটাই যেন মন জিতে নিল গোটা ক্রিকেট দুনিয়ার।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...