Wednesday, January 14, 2026

রাহুলের ব্যাট প্রেমে আপ্লুত সকলে, বড় রানের লক্ষ্যে ভারত

Date:

Share post:

একজন ব্যটারের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কী। এই প্রশ্নের উত্তর বোধহয় রবিবারই  পেয়ে গেল সবাই। হ্যাঁ তৃতীয় দিনের সেরা ছবিটাই সেটা। মাঠ ছাড়ার সময় হঠাত্ বৃষ্টি। নিজের ভিজতে আপত্তি নেই। কিন্তু ব্যাট (Bat) যেন না ভেজে। হ্যাঁ কেএল রাহুলের এই ব্যাটের প্রতি ভালবাসাটাই যেন দিনের শেষে সেরা ছবি। যত যাই হয়ে যাক, মাঠে একজন ব্যাটারের কাছে প্রধান অস্ত্রই তো ব্যাট। কেএল রাহুলের (KL Rahul) হাত ধরে দ্বিতীয় ইনিংসে বড় রানের স্বপ্ন দেখছে ভারত। সেই ব্যাটকেই নিজের জার্সির মধ্যে লুকিয়ে রেখে মাঠ ছাড়লেন রাহুল (KL Rahul)। বৃষ্টিতে ভিজতে দেবেন না তিনি। এই ব্যাট দিয়ে যে অনেক জবাব দেওয়ার আছে তাঁর। তৃতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৯০। লিড ৯৬ রানের।

দ্বিতীয় দিন সেভাবে বাকি বোলাররা জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) সাহায্য করতে না পারলেও, তৃতীয় দিন সেই কাজটা করতে পেরেছে তারা। তবে খারাপ ফিল্ডিংয়ের খেসারতও দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও ভারতের হয়ে বল হাতে সেরা পারফর্মার সেই জসপ্রীত বুমরাই। আরও একটা পাঁচ উইকেট তাঁর ঝুলিতে। এদিন ২৪ ওভার ৪ বলে ৮৩ রান দিয়ে তুলে নিলেন পাঁচ উইকেট। ইংল্যান্ডকে শেষপর্যন্ত থামতে হল ৪৬৫ রানে।

৬ রানের লিড নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ইনিংসে যশস্বী জয়সওয়াল ফেরেন ৪ রানে। সাই সুদর্শন করেন ৩০ রান। ক্রিজে রয়েছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স করতে মরিয়া তিনি। ৪৭ রানে ক্রিজে অপরাজিত রাহুল(KL Rahul)। চতুর্থ দিনের লড়াইটা যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই নিজের অস্ত্রকে বৃষ্টি থেকে বাঁচাতে জার্সিতে আগলে রেখেই মাঠ ছাড়লেন তিনি। সেই ছবিটাই যেন মন জিতে নিল গোটা ক্রিকেট দুনিয়ার।

spot_img

Related articles

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...

‘কুকুর মুক্ত গ্রাম’ প্রতিশ্রুতি পালনে ৫০০ পথকুকুরকে বিষ দিয়ে খুন প্রধানের

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে 'কুকুরমুক্ত গ্রাম' করবেন। সেই প্রতিশ্রুতি রাখতে ৫০০ পথকুকুরকে অমানবিকভাবে খুনের (stray dogs murder)...

CCL: ট্রফি ফিনিয়ে আনাই লক্ষ্য যীশু-বনিদের, বেঙ্গল টাইগার্স দলে ধোনি কে?

ধারাবাহিক ব্যর্থতা অতীত, বিগত দুই মরশুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে(CCL) নজরকাড়া পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স(Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন...