Saturday, August 23, 2025

একজন ব্যটারের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কী। এই প্রশ্নের উত্তর বোধহয় রবিবারই  পেয়ে গেল সবাই। হ্যাঁ তৃতীয় দিনের সেরা ছবিটাই সেটা। মাঠ ছাড়ার সময় হঠাত্ বৃষ্টি। নিজের ভিজতে আপত্তি নেই। কিন্তু ব্যাট (Bat) যেন না ভেজে। হ্যাঁ কেএল রাহুলের এই ব্যাটের প্রতি ভালবাসাটাই যেন দিনের শেষে সেরা ছবি। যত যাই হয়ে যাক, মাঠে একজন ব্যাটারের কাছে প্রধান অস্ত্রই তো ব্যাট। কেএল রাহুলের (KL Rahul) হাত ধরে দ্বিতীয় ইনিংসে বড় রানের স্বপ্ন দেখছে ভারত। সেই ব্যাটকেই নিজের জার্সির মধ্যে লুকিয়ে রেখে মাঠ ছাড়লেন রাহুল (KL Rahul)। বৃষ্টিতে ভিজতে দেবেন না তিনি। এই ব্যাট দিয়ে যে অনেক জবাব দেওয়ার আছে তাঁর। তৃতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৯০। লিড ৯৬ রানের।

দ্বিতীয় দিন সেভাবে বাকি বোলাররা জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) সাহায্য করতে না পারলেও, তৃতীয় দিন সেই কাজটা করতে পেরেছে তারা। তবে খারাপ ফিল্ডিংয়ের খেসারতও দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও ভারতের হয়ে বল হাতে সেরা পারফর্মার সেই জসপ্রীত বুমরাই। আরও একটা পাঁচ উইকেট তাঁর ঝুলিতে। এদিন ২৪ ওভার ৪ বলে ৮৩ রান দিয়ে তুলে নিলেন পাঁচ উইকেট। ইংল্যান্ডকে শেষপর্যন্ত থামতে হল ৪৬৫ রানে।

৬ রানের লিড নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ইনিংসে যশস্বী জয়সওয়াল ফেরেন ৪ রানে। সাই সুদর্শন করেন ৩০ রান। ক্রিজে রয়েছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স করতে মরিয়া তিনি। ৪৭ রানে ক্রিজে অপরাজিত রাহুল(KL Rahul)। চতুর্থ দিনের লড়াইটা যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই নিজের অস্ত্রকে বৃষ্টি থেকে বাঁচাতে জার্সিতে আগলে রেখেই মাঠ ছাড়লেন তিনি। সেই ছবিটাই যেন মন জিতে নিল গোটা ক্রিকেট দুনিয়ার।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version