মর্নিং শোজ দ্য ডে। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয় যে আসন্ন ছিল তা গণনার শুরুতেই বোঝা গিয়েছিল। সময় যত এগিয়েছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের ব্যবধান শুধু বেড়েছে। উপনির্বাচনে (By election) জয় নিশ্চিত হতেই কালীগঞ্জের মানুষকে অভিনন্দন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনন্দন জানালেন দলনেত্রী।

কালীগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মমতা লেখেন, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Kaliganj by election) এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।

দলের বর্তমান কর্মীদের প্রতি দলনেত্রীর বার্তা, আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম।

কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj by election) জয়ের পরে প্রয়াত বিধায়কের প্রতি তৃণমূল নেত্রী লেখেন, প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।


কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।
আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য…
— Mamata Banerjee (@MamataOfficial) June 23, 2025
–


–
–

–
–
–

–

–

–
