ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট (ENGvIND) সবে তিন দিন হয়েছে। এর মধ্যেই প্রথম একাদশে শার্দূল ঠাকুরের(Shardul Thakur) থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বিশেষ করে ইংল্যান্ডের(England) বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬ ওভারই তাঁকে দিয়ে বোলিং করাতে পেরেছে ভারতীয় দল। সেখানেও ৩৮ রান দিয়েছেন তিনি। এরপর থেকেই শার্দূলকে(Shardul Thakur) কেন প্রথম একাদশে রাখা হল তা নিয়েই অনেকে নানান কথা বলতে শুরু করেছে।
তৃতীয় দিন ম্যাচ চলার সময়ই কমেন্ট্রি বক্সেও শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) দলে রাখা নিয়েই কথা শোনা গেল। প্রধানত স্টপ গ্যাপ বোলার হিসাবেই শার্দূল ঠাকুরকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজটা করতে একেবারেই ব্যর্থ হয়েছেন তিনি। বিশেষ করে যে সময় জসপ্রীত বুমরার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল সেই সময়ই শার্দূল ঠাকুর ব্যর্থ হয়েছে। এরপর প্রশ্ন ওঠাটাই যে স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না।
বেঞ্চে কুলদীপ যাদব থাকলেও ভারতীয় দল শার্দূল ঠাকুরকেই বেছে নিয়েছিল। সেখানে প্রথম ইনিংসে ব্যাট হাতে মাত্র এক রান করেছিলেন শার্দূল ঠাকুর। সেইসঙ্গে বল হাতেও তাঁকে দিয়ে ছয় ওভারের বেশি করাতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে কেন শার্দূলকে দলে নেওয়া হল এই নিয়ে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক।
তবে এখনও দ্বিতীয় ইনিংস রয়েছে। সেখানে শার্দূল ঠাকুর ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
–
–
–
–
–
–
–
–
–
–
–