Tuesday, November 4, 2025

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার জেরে এবার বন্ধ হয়ে যেতে পারে হরমুজ প্রণালী (Harmuz straits)। রবিবার এরকম আশঙ্কা তৈরি হতেই আমেরিকা যে বিপদে, তা স্পষ্ট মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও-র বক্তব্যে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই প্রণালী ইরান (Iran) যাতে বন্ধ করে না দেয় তার জন্য এবার চিনের (China) দ্বারস্থ আমেরিকা।

হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে গোটা বিশ্ব আঙুল তুলবে আমেরিকা দিকেই। যেভাবে ইরান-ইজরাইল সংঘাতে ঘি ঢেলেছে আমেরিকা তাতে ইরানের এই সিদ্ধান্তের দায়ও আমেরিকাকেই নিতে হবে। সেই সঙ্গে প্রভাব পড়বে বিশ্বের তেলের বাজারে। ইতিমধ্যে বিশ্বে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়ে গেছে। হরমুজ প্রণালী (Harmuz straits) বন্ধ হলে সেই দাম যে লাগাম ছাড়া হবে তা বুঝতে পেরেছেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও (Marco Rubio)।

মার্কিন এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তাই চিনের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা আমেরিকার স্টেট সেক্রেটারি রুবিও-র (Marco Rubio)। তিনি বলেন হরমুজ প্রণালী বন্ধ হলে বিরাট ক্ষতির মুখে পড়বে চিন। কারণ অপরিশোধিত তেলের ক্ষেত্রে ইরানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল চিন। তাই ইরান যাতে হরমুজ প্রণালী বন্ধের মতো কোনও সিদ্ধান্ত না নেয় তা দেখতে হবে বেজিংকেই।

তবে আমেরিকার এই বার্তায় চিন (China) আদৌ কতটা সাড়া দেবে তা নিয়ে সন্দেহ থাকছেই। ইতিমধ্যেই ইরানের পারমাণবিক কেন্দ্রে আঘাত হানার জন্য আমেরিকার নিন্দা করতে ছাড়েনি চিন। এমনকি ইরানের (Iran) পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে বেজিংয়ের তরফে। সেক্ষেত্রে চিন-ইরান সম্পর্কের উপরেই যে নির্ভর করতে হবে আমেরিকাকে তেলের জন্য, সেটা মার্কিন স্টেট সেক্রেটারির আশঙ্কাতেই স্পষ্ট।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version