ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও অবহেলিত রয়ে গেছে রবার্ট ক্লাইভের বাসভবন ‘ক্লাইভ হাউস’। এবার সেই জরাজীর্ণ ভবনের সংস্কারের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন দুই বিশিষ্ট আইনজীবী। সোমবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্ত। তাঁদের অভিযোগ, দমদমে অবস্থিত ক্লাইভ হাউস বহু বছর ধরে অযত্নে পড়ে রয়েছে। অথচ এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। পলাশীর যুদ্ধের (১৭৫৭) পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বিস্তারের প্রাথমিক অধ্যায়ে এই ভবনই ছিল রবার্ট ক্লাইভের বাসস্থান।
আইনজীবীদের মতে, এই ভবন শুধু ব্রিটিশ ইতিহাস নয়, বরং ভারতের উপনিবেশিক ইতিহাসের সাক্ষ্যবাহী। এটি বর্তমানে একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে চিহ্নিত হলেও, দীর্ঘদিন ধরে কোনও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। তাদের বক্তব্য, অবিলম্বে ক্লাইভ হাউসের সংরক্ষণ ও সংস্কার জরুরি, নইলে অচিরেই তা ভেঙে পড়তে পারে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই এই জনস্বার্থ মামলার পূর্ণাঙ্গ শুনানি হতে পারে। হাই কোর্ট আদেশ দিলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কার্যকরী পদক্ষেপ নিতে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন – সুকান্তর কুকথা: প্রতিবাদে পথে নামলেন সোনাগাছির যৌনকর্মীরা
_
_
_
_
_
_
_
_
_
_
_
_