বিরোধীরা বিগ জিরো! টানা ১১ উপনির্বাচনে অপরাজেয় তৃণমূল

Date:

Share post:

একটানা ১১টি উপনির্বাচনে জিতে নতুন রেকর্ড করল তৃণমূল। ২০২৪ লোকসভা নির্বাচনের পর তৃণমূল ১১-য় ১১। আর বিজেপি-সহ বিরোধীরা বিগ জিরো। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ২০২৬-এর নির্বাচনী ফল কী হতে চলেছে। উপনির্বাচনে জয়লাভ রেকর্ড। বিরোধী দলগুলিকে ফুৎকার উড়িয়ে উপ নির্বাচনে অপরাজেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

তৃণমূলের এই টানা ১১-জয়ের পরিসংখ্যান তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ব্রায়েন। ২০২৪ লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেস লাগাতার জয় ছিনিয়ে নিয়েছে বাংলার উপনির্বাচনে। গত বছর জুলাই থেকে শুরু করে কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত তৃণমূল জয়ী হয়েছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মাদারিহাট, মানিকতলা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও কালীগঞ্জ উপনির্বাচনে। নিতান্তই সাধারণ জয় নয়, বিজেপির জেতা আসনেও বড় ব্যবধানে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলার মানুষ। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল বিজেপি, সেখানে তৃণমূল সেই ব্যবধান মুছে ফেলে অনেক বেশি মার্জিনে জয়ী হয়েছে।

উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর রাজ্যসভার আর এক সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ষড়যন্ত্র, হিন্দু-মুসলিম হিংসা ও নানা ফন্দি এঁটেও বিজেপি কিছু করতে পারেনি। ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থাশীল থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুন – DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষির ‘ছায়া’ ধ্রুবজ্যোতি, শূন্যের খরা কাটবে কী!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...