Saturday, August 23, 2025

একটানা ১১টি উপনির্বাচনে জিতে নতুন রেকর্ড করল তৃণমূল। ২০২৪ লোকসভা নির্বাচনের পর তৃণমূল ১১-য় ১১। আর বিজেপি-সহ বিরোধীরা বিগ জিরো। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ২০২৬-এর নির্বাচনী ফল কী হতে চলেছে। উপনির্বাচনে জয়লাভ রেকর্ড। বিরোধী দলগুলিকে ফুৎকার উড়িয়ে উপ নির্বাচনে অপরাজেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

তৃণমূলের এই টানা ১১-জয়ের পরিসংখ্যান তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ব্রায়েন। ২০২৪ লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেস লাগাতার জয় ছিনিয়ে নিয়েছে বাংলার উপনির্বাচনে। গত বছর জুলাই থেকে শুরু করে কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত তৃণমূল জয়ী হয়েছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মাদারিহাট, মানিকতলা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও কালীগঞ্জ উপনির্বাচনে। নিতান্তই সাধারণ জয় নয়, বিজেপির জেতা আসনেও বড় ব্যবধানে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলার মানুষ। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল বিজেপি, সেখানে তৃণমূল সেই ব্যবধান মুছে ফেলে অনেক বেশি মার্জিনে জয়ী হয়েছে।

উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর রাজ্যসভার আর এক সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ষড়যন্ত্র, হিন্দু-মুসলিম হিংসা ও নানা ফন্দি এঁটেও বিজেপি কিছু করতে পারেনি। ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থাশীল থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুন – DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষির ‘ছায়া’ ধ্রুবজ্যোতি, শূন্যের খরা কাটবে কী!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version