Tuesday, November 4, 2025

নতুন দল গড়ছেন? উত্তরে কী জানালেন বিজেপিতে ‘কোণঠাসা’ দিলীপ

Date:

কালীগঞ্জে জয় দূরে থাক, নিজেদের ভোটব্যাঙ্ক বলে দাবি করা হিন্দু ভোটও সব পায়নি বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে নতুন দল গঠন নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার, কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তবে, নির্বাচন হোক বা কেন্দ্রীয় নেতৃত্বের সভা- কোথাও আর সক্রিয় ভূমিকায় দেখা যায় না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে। এই পরিস্থিতিতেই প্রশ্ন ওঠে তিনি কি নতুন দল করবেন?

উত্তরে চাঁছাছোলা দিলীপে (Dilip Ghosh) মন্তব্য, “আমি দল দাঁড় করিয়েছি। নতুন দল তৈরি করিনি, করার দরকারও নেই। আমরা সত্তর বছর ধরে লড়াই করে একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দল করার দরকার নেই। আমরা ওই ধরনের রাজনীতি করি না। বাংলার বিকাশের জন্য নতুন পার্টির দরকার নেই। ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট।”

কালীগঞ্জ নির্বাচনে বিজেপি ফল নিয়ে সরাসরি কিছু বলতে চাননি দিলীপ। তাঁর কথায়, “বাংলার উপনির্বাচন এইভাবেই হয়। ভোটের খুব বেশি ফারাক হয়নি। বাংলায় নির্বাচন হলেই প্রাণহানি হবে।” দিলীপের মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ তাঁর নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন। দলের লাইনে ফিরতেই তিনি এসব কথা বলছেন।”

দীর্ঘদিন ধরেই আলোচনায় বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। যাঁদের হাত ধরে বাংলায় বিজেপি পায়ের তলায় মাটি শক্ত করছিল, সেই দিলীপ ঘোষ কার্যত কোণাঠাসা করে দেওয়া হয়। মোদি-শাহরা বঙ্গসফরে এলেও সেখানে দেখা যাচ্ছে না দিলীপকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করেছেন নব্য বিজেপির নেতৃত্ব। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল করছেন বলে গুজব শোনা যায়। নতুন দলের নাম ‘পশ্চিমবঙ্গ হিন্দুসেনা’। নতুন দল গঠন নিয়ে আদি বিজেপি নেতাদের নিয়ে কলকাতা ও বিধাননগরে বেশ কয়েকটি বৈঠক হয়েছে বলে খবর ছড়ায়। তবে, সব জল্পনায় জল ঢেলে দিলীপ জানালেন, ”ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট।”

Related articles

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...

হিরে-সোনা সঙ্গেই বাড়ছে বিজ্ঞাপনের পারিশ্রমিক, জানুন স্মৃতিদের প্রাপ্তি তালিকা

বিশ্বকাপ(ICC World cup) জয়ের পরই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। বিশ্বকাপ জয়ের পরই রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন...

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...
Exit mobile version