বাংলার মানুষের জল যন্ত্রণার অন্যতম কঠিন উদাহরণ ঘাটালের বন্যা। সামান্য বর্ষার আভাসেই ঘাটালের যে বানভাসী পরিস্থিতি হয় তার সুরাহা এক দশক ধরেও ইচ্ছাকৃতভাবে করেনি কেন্দ্রের মোদি সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) যখন নিজে সেই প্রকল্প শেষ করার উদ্যোগ নিয়েছেন, তখন বিজেপির নেতারা সেই প্রকল্প নিয়ে রাজনীতি শুরু করেছে। এমনকি বিজেপির দিল্লির নেতারাও মিথ্যাচারের রাজনীতিতে সরব হয়ে দাবি করছেন কেন্দ্রের সরকার ঘাটাল মাস্টারপ্ল্যানের (Ghatal Masterplan) জন্য টাকা দিয়েছিল। পাল্টা সেই টাকা দেওয়ার ‘রসিদ’ (receipt) দাবি করেছে তৃণমূল। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে, আখেরে কেন্দ্রের সরকার নিজেই একটা সময়ে একাধিকবার স্বীকার করেছে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কোনও টাকা কেন্দ্র বরাদ্দ করেনি।

ঘাটাল নিয়ে রাজনীতির নতুন প্যাঁচ কষার চেষ্টায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়, ২০২২ সালের ২৬ জুন নাকি কেন্দ্রের সরকার সরকারিভাবে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য দেড় হাজার কোটি অর্থ বরাদ্দ করেছিল। যে প্রকল্পে দশটি নদীর উন্নয়নে কাজ করা হবে। নদীর ড্রেজিং থেকে নদীর পাড় মেরামতির জন্য অর্থ বরাদ্দ হয় প্রকল্পে। সেই সঙ্গে কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে দাবি করা হয়, কেন্দ্রের মোদি সরকার না কি ৬০-৪০ অনুপাতে টাকা দেওয়ার ঘোষণা করেছিল। যেখানে রাজ্যকে ৫০ ভাগ নয়, ৪০ ভাগ অর্থ দিতে হত।

তৃণমূলের তরফে তথ্য তুলে ধরে বিজেপির সেই মিথ্যাচার ফাঁস করা হয়। ২০২২ সালের মার্চ মাসে ঘাটালের বিধায়ক দেব (Dev Adhikari) কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রকে প্রশ্ন করেন ঘাটাল মাস্টারপ্ল্যানের (Ghatal Masterplan) অগ্রগতি নিয়ে মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু উত্তরে জানান, এই প্রকল্পে কোনও টাকা কেন্দ্রের সরকার বরাদ্দ করেনি। একই প্রশ্ন ফের ২০২২ সালের ডিসেম্বরে করেন। সেখানেও মন্ত্রী বিশ্বেশ্বর টুডু একই উত্তর দেন। ২০২৩ সালের ডিসেম্বরে ফের ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে প্রশ্ন করেন দেব। সেখানে মন্ত্রী বিশ্বেশ্বর স্পষ্ট জানান, এই প্রকল্পে কোনও অর্থ বরাদ্দ করা হয়নি কারণ কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের (Ministry of Jal Shakti) অধীনে এরকম কোনও প্রকল্পই নেই।

আরও পড়ুন: ১৫ বছর পড়ে ছিল ঘাটাল মাস্টার প্ল্যান: বিধানসভায় পর্দাফাঁস মুখ্যমন্ত্রীর

সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে ফের একবার একই প্রশ্ন করেন সাংসদ দেব (Dev Adhikari)। সেখানে জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের (Ministry of Jal Shakti) মন্ত্রী রাজ ভূষণ চৌধুরি জানান, বন্যা নিয়ন্ত্রণ রাজ্যের পর্যালোচনার বিষয়। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, ঘাটালের জন্য কোনও অর্থ বরাদ্দ হয়নি মন্ত্রকের তরফে।

সেখানেই স্পষ্ট হয়ে যায় বিজেপির মিথ্যাচার। বিজেপির মিথ্যাচারের দাবির পাল্টা তৃণমূল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) প্রশ্ন তোলেন, দিল্লির অলিন্দে এক দশক ধরে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ধুলো ওড়ানো হয়েছে। আজ বিজেপির কাকেরা দাবি করছে ২০২২ সালের ২৬ জুন প্রকল্পের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সেই ছাড়পত্রের পরে কী হয়েছিল? জিরো পদক্ষেপ। জিরো বরাদ্দ। রসিদ কোথায় বিজেপি? টাকার গতিপথ দেখাও, অর্থ বরাদ্দের শ্বেতপত্র প্রকাশ করো। নয়তো মেনে নাও তোমরা হাওয়া গরম করছ।

The Ghatal Master Plan has been gathering dust in Delhi’s corridors for over a decade.
Today, @BJP4India crows about the Central Govt.’s “approval” of ₹1,500 crore for the project on June 26, 2022. But what followed that so-called approval? ZERO action. ZERO funds.
Where are… pic.twitter.com/sy5yBoidk7
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) June 24, 2025
–

–
–

–

–
–
–