Sunday, November 16, 2025

জোর করে পুকুর বুজিয়ে বাড়ি করলে, ভেঙে দেব: জলাভূমি রক্ষা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যে জলাভূমি বোজানোর প্রবণতা নিয়ে বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জলাভূমি আমাদের ফুসফুস। কেউ যদি নিজের স্বার্থে পুকুর বুজিয়ে বাড়ি বা নির্মাণ করেন, তাহলে আমি নিজে গিয়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেব। স্থানীয় প্রশাসন, পুরসভা ও পঞ্চায়েতকে বলব, এমন নির্মাণ রুখে দিতে।”

মুখ্যমন্ত্রী জানান, কিছু জায়গায় এমনভাবে ঘিঞ্জি এলাকা তৈরি হয়েছে যে সেখানে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে পারছে না। তিনি বলেন, “অপরিকল্পিত নির্মাণে পুকুর, জলাজমি (Wetland) বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে না, তারা নিজেরাই নিজেদের ফুসফুস বন্ধ করে ফেলছে।” তিনি জানান, “আমরা সুন্দরবন অঞ্চলে ইতিমধ্যেই ৫ লক্ষ ম্যানগ্রোভ চারা রোপণ করেছি। শুধু তাই নয়, আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে এই কাজ চলবে। তিনটি জেলায় ২০ কোটির বেশি ম্যানগ্রোভ লাগানো হয়েছে।” এই প্রকল্প বন দফতরের সঙ্গে সমন্বয়ে চলছে।

পরিবেশ দফতরকে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমি পরিবেশ দফতরকে বলব, স্ট্রং অ্যাকশন নিতে। স্থানীয় কিছু লোক মুনাফার জন্য জলাভূমি (Wetland) বোজাচ্ছে। এটা চলতে পারে না।”

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “বাম আমলে প্রায় তিন হাজার পুকুর বোজানো হয়েছে। আমাদের আমলেও কিছু কিছু অভিযোগ এসেছে। আমরা সে দিকেও নজর দিচ্ছি।” মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব। জল, সবুজ, খোলা জমি না থাকলে প্রাণ বাঁচবে না।” একইসঙ্গে জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ল্যান্ড ইউজ পলিসি (ভূমি ব্যবহার নীতি) রূপায়ণে কাজ শুরু করেছে যাতে পরিকল্পনাহীন নির্মাণ আটকানো যায়। বিধানসভা থেকে তাঁর এই হুঁশিয়ারি পরিবেশ রক্ষার প্রশ্নে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট করে দিল।
আরও খবরবিধানসভায় উপস্থিতি-ইতিবাচক ভূমিকায় পুরস্কারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, তালিকায় কর্মী থেকে সাংবাদিকরাও

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version